বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য খাতে নেতৃত্বে দুর্বলতা

-আবুল হাসনাৎ মিল্টন

স্বাস্থ্য খাতে নেতৃত্বে দুর্বলতা

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন বলেছেন, স্বাস্থ্য খাতে নেতৃত্বের দুর্বলতা দৃশ্যমান। সঙ্গে যোগ হয়েছে ব্যবস্থাপনার দুর্বলতা। এই দুই কারণে চিকিৎসাসেবা নিয়ে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা রোগী, সাধারণ রোগী সবারই ভোগান্তি বাড়ছে। প্রতিদিন চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীরা উচ্চহারে কভিডে আক্রান্ত হচ্ছেন। মারা গেছেন বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। করোনার মহামারীর সঙ্গে যোগ হয়েছে স্বাস্থ্য খাতের দুর্নীতি। প্রথমে স্বাস্থ্য খাতের দুর্নীতি কঠোর হাতে দমন করতে হবে। দুর্নীতিবাজদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। ডা. আবুল হাসনাৎ মিল্টন বলেন, দেশে প্রতিদিন গড়ে তিন হাজারের ওপর কভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোর পক্ষে এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসাসেবা প্রদান ক্রমশ দুরূহ হয়ে পড়ছে। এজন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোকে কাজে লাগাতে পারে। কিন্তু রোগী ভর্তি, ফি নির্ধারণ এসব নিয়ন্ত্রণ সরকারকে করতে হবে। কেউ যেন সেবার নামে রোগীদের কাছে থেকে অতিরিক্ত অর্থ নিতে না পারে।

সর্বশেষ খবর