শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

একই স্থানে ট্রেনে কাটা পড়লেন তিনজন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আল আমিন হোসেন (১৯) ও অজ্ঞাত পরিচয়ের দুজন। তাদের বয়স আনুমানিক ২৫ ও ৪০ বছর। গত বুধবার রাতে ও গতকাল ভোরে একই স্থানে পৃথক দুর্ঘটনায় তারা মারা যান। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, গতকাল  ভোরে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন হোসেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে এবং ঢাকার উত্তরা এলাকায় থাকতেন। তিনি কুড়িল বিশ্বরোডে দিনমজুরের কাজ করতেন। এদিকে একই জায়গায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত অন্য দুজন। রাতেই তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় এ দুটিসহ ৩টি লাশই ঢামেক মর্গে পাঠানো হয়। অজ্ঞাত ওই দুজনের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর