শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

ডলারের বাড়তি দাম পণ্যের মূল্য বাড়াবে

রুহুল আমিন রাসেল

ডলারের বাড়তি দাম পণ্যের মূল্য বাড়াবে

ড. আতিউর রহমান

বৈদেশিক মুদ্রা মার্কিন ডলারের রিজার্ভ ভালো হওয়ায় বাংলাদেশ অর্থনৈতিক শক্তিমত্তা দেখাতে পারবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তবে দেশে মার্কিন ডলারের বাড়তি দামে আমদানি হওয়া নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য বাড়বে বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের এই অধ্যাপক। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমান। তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের প্রভাবে ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানা পুরোপুরি সচল না থাকায় দেশে আমদানি কমে গেছে। কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ খাত প্রবাসী আয় বা রেমিট্যান্স কমেনি। আবার আমদানি কম হওয়ায় বৈদেশিক মুদ্রা মার্কিন ডলারও কম খরচ হচ্ছে। ফলে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়ছে। অর্থনীতির এই শিক্ষকের মতে, ‘রিজার্ভ বৃদ্ধির মধ্য দিয়ে মূলত বাংলাদেশ ব্যাংকের সম্পদ বাড়ল। এতে আমাদের বিকাশমান অর্থনীতির শক্তিমত্তা দেখতে পাই। আবার রপ্তানিকারকরাও লাভবান হচ্ছেন। কারণ রপ্তানিকারকরা মার্কিন ডলারের বিপরীতে টাকা বেশি পাচ্ছেন। এ ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ে ভয় নেই। বরং বাজারে তারল্য সরবরাহ বাড়াতে পারবে বাংলাদেশ ব্যাংক।’ খ্যাতনামা এই অর্থনীতিবিদ মনে করেন, ‘বৈদেশিক মুদ্রা মার্কিন ডলারের দাম নিয়ে ভয়ের কোনো কারণ নেই। বরং রিজার্ভ ভালো হওয়ায় বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে টাকার সরবরাহ বাড়িয়ে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বেশি বেশি ঋণ দিতে পারবে। ব্যাংকগুলোকে সক্ষমতা বাড়িয়ে সহায়তা করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এক কথায় বলতে পারি, আমাদের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তা ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করবে।’

সর্বশেষ খবর