শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

হ-য-ব-র-ল অবস্থা সবখানেই

-ড. হোসেন জিল্লুর রহমান

হ-য-ব-র-ল অবস্থা সবখানেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান  ড. হোসেন জিল্লুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস মহামারীর  এই সংকটে সবাই এক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত  শ্রেণির মানুষ।

তিনি বলেন, এই যে করোনাভাইরাস মহামারীতে আমরা কী দেখছি সবখানেই একটা হ-য-ব-র-ল অবস্থা। এটা কেন হচ্ছে। তার প্রধান কারণ হলো জবাবদিহিতা আর সম্পদের সঠিক ব্যবহার করতে না পারা। এই যে প্রতি জেলা-উপজেলা শহরে পৌরসভা রয়েছে আমরা তাদের কাজে লাগাতে পারছি না। আমরা তাদের অনেক দায়িত্ব দিয়েছি কিন্তু কোনো বরাদ্দ নেই। বলছি তোমরা নিজের আয়ে চল। কিন্তু এই মহামারীতে তো তাদের আয়ে ধস নেমেছে। তাহলে সেবাটা কোথা থেকে দেবে। আরেকটা বিষয়, একেকটা শহরে কতগুলো করে কমিউনিটি সেন্টার রয়েছে সেগুলোর ব্যবহার বহুবিধ বাড়াতে হবে। শুধু বিয়ে আর গান-বাজনার অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে এগুলোকে বহুবিধ ব্যবহার করতে হবে। এ রকম মহামারীর সময়ে তো সেসব অবকাঠামোও আমরা স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করতে পারি। এটাকে আমরা কোনোভাবেই কাজে লাগাতে পারিনি। ফলে মানুষ চিকিৎসা পাচ্ছে না। মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক কাজ করছে। কে কখন আক্রান্ত হয়ে যায়। আক্রান্ত হলে হাসপাতালে যেতে পারব কিনা সেখানে গেলেও চিকিৎসা পাব কিনা। এসব নিয়ে মানুষের মধ্যে চরম এক অস্থিরতা কাজ করছে। এর সঙ্গে যোগ হয়েছে কর্মস্থলের অস্থিরতা। বেতন কমানো হচ্ছে। চাকরি চলে যাচ্ছে। তাহলে এই মানুষগুলো এখন কোথায় গিয়ে দাঁড়াবে। এসব নিয়ে ভাবারও তো কেউ নেই। তিনি আরও বলেন, এই মহামারীতে আমরা শুধু অর্থনৈতিক ধাক্কার কথাই বলছি কিন্তু হিউম্যান ক্যাপিটাল ধাক্কার কথা বলছি না। বহু মানুষ তাদের কাজ, আবাসস্থল থেকে ড্রপআউট হয়ে যাচ্ছে। তাদের তো আবার ফেরাতে হবে। এটা নিয়ে ভাবতে হবে। নইলে আবারও আমরা দরিদ্র দেশেই পরিণত হব। নতুন করে যারা দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে তাদের নিয়ে ভাবতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর