শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

শনাক্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল আরও ৪০ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি

শনাক্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল আরও ৪০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জনের দেহে। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ১ হাজার ৬৩৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।

গতকাল করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ২৭৫টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৯ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও বরিশাল বিভাগে চারজন করে এবং সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন তিনজন করে। তাদের মধ্যে ৩১ জন হাসপাতালে ও ৯ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে, আর একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এ ছাড়া তিনজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ছয়জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিনজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে ছিল। সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন এবং নতুন রোগী শনাক্ত হলেন তার সবশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা-দিনাজপুর : জেলায় নতুন করে হাসপাতালের একজন নারী চিকিৎসক, একজন নার্স ও একজন পুলিশসহ ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৫ জন। যার মধ্যে পুরুষ ৩৯২ জন, নারী ১৩৬ জন ও শিশু ২৭ জন। বর্তমানে ২২৮ জন হোম আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৬ জন, হাসপাতালে ভর্তি ১৪ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ। গাজীপুর : জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৬ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন করে আক্রান্ত ৭৭ জনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ২১ জন, কালিয়াকৈরে তিনজন, কালীগঞ্জ উপজেলায় ১১ জন, কাপাসিয়া উপজেলায় ছয়জন এবং শ্রীপুর উপজেলায় ৩৬ জন রয়েছেন। মাগুরা : মাগুরা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা মিজানুর রহমান মুন্সী (৬৫) নামে এক করোনা রোগী গতকাল সকালে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামে। সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, গত বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়লে পরদিন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন মিজানুর রহমান। এ নিয়ে মাগুরায় করোনা আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হলো। এদিকে গতকাল জেলায় নতুন করে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৭ জন। চাঁদপুর : জেলায় নতুন করে আরও ৪৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৭১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ আসা ৪৪টির মধ্যে চাঁদপুর সদরে ১৮ জন, হাইমচরে সাত, মতলব উত্তরে পাঁচ, কচুয়ায় এক, ফরিদগঞ্জে সাত ও শাহরাস্তিতে ছয়জন রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছোটভাই মেসবাহুল জাকের জানান, জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে গত বুধবার করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে চিকিৎসকরা তার নমুনার রিপোর্ট পজিটিভ বলে জানায়। তিনি বর্তমানে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে অবস্থান করে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। নোয়াখালী : জেলায় নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৯০৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৩ ও ২৪ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২৫ জুন রাতে তাদের রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ শনাক্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর