শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

মানহীন সুরক্ষাসামগ্রী চিকিৎসক মৃত্যুর জন্য দায়ী

-কামরুল হাসান খান

মানহীন সুরক্ষাসামগ্রী চিকিৎসক মৃত্যুর জন্য দায়ী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। দীর্ঘ হচ্ছে চিকিৎসকের মৃত্যুর তালিকা। এ অবস্থার জন্য মানহীন সুরক্ষাসামগ্রী দায়ী।

সঠিক সময়ে পৌঁছানো হয়নি সুরক্ষাসামগ্রী। চিকিৎসকসহ এই স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর দায় স্বাস্থ্য অধিদফতরের। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাসপাতাল করোনা ছড়ানোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সর্বোচ্চ। চিকিৎসক যদি মানসম্পন্ন সুরক্ষাসামগ্রী ব্যবহার করেন তবে তিনি ঝুঁকিমুক্ত থাকেন। দক্ষিণ কোরিয়ায় একজন চিকিৎসকও আক্রান্ত হননি। অথচ আমরা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুর তালিকায় শীর্ষে। সিনিয়র-জুনিয়র সহকর্মী হারানোর এ বেদনায় আমরা ন্যুব্জ। ডা. কামরুল হাসান খান আরও বলেন, চিকিৎসকরা এসব মানহীন পিপিই নিতে না চাইলে তাদের বদলি করারও ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের উদাসীনতা, অব্যবস্থাপনা চিকিৎসকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পুরো দেশের পরিস্থিতি যেন তাদের অজানা। এভাবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর