শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

আইসিইউতে চিকিৎসকদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে

-এহতেশামুল হক চৌধুরী

আইসিইউতে চিকিৎসকদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী বলেছেন, করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন। আইসিইউতে ঋণাত্মক চাপ না থাকায় জীবাণু ভেসে বেড়াচ্ছে ওই কক্ষে।

সেখানে সেবা দিতে গিয়ে জীবাণু ফুসফুসে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে চিকিৎসকদের। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিনিয়র চিকিৎসকদের শারীরিক জটিলতা থাকায় করোনার আক্রমণ সামলাতে পারছেন না। তারা চেম্বারে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। শারীরিক জটিলতা থাকায় তারা করোনা সংক্রমণে মারা গেছেন। কম বয়স্ক চিকিৎসকদের মৃত্যুর বড় কারণ আইসিইউতে ঋণাত্মক চাপ না থাকা। দেশের আইসিইউতে ঋণাত্মক চাপ না থাকায় লাখ লাখ জীবাণু বাতাসে ভেসে বেড়ায়। সেখানে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে চিকিৎসকদের ফুসফুসে ঢুকে যাচ্ছে অজস্র জীবাণু। এটা তাদের ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এজন্য চিকিৎসকদের বাঁচানো যাচ্ছে না। স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার পেছনে বড় কারণ সঠিক সময়ে মানসম্মত চিকিৎসাসামগ্রী তাদের হাতে না পৌঁছানো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর