রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

পুরো মানিকগঞ্জ নিতে চায় দখলে

নিজস্ব প্রতিবেদক

পুরো মানিকগঞ্জ নিতে চায় দখলে

পুরো মানিকগঞ্জ দখলে নিতে চায় এমপি নাঈমুর রহমান দুর্জয়ের পরিবার। মানিকগঞ্জ-১ আসনের এমপি হয়েই শিক্ষাপ্রতিষ্ঠান, ডায়াবেটিস হাসপাতাল, বালুমহাল, জেলা পরিষদসহ সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাল পেতেছে দুর্জয় গং। এমপি দুর্জয়ের মা নীনা রহমান দুই যুগ ধরে জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি। জেলা ডায়াবেটিকস  সমিতির সহসভাপতিসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি তিনি। দুর্জয়ের কাকা তায়েবুর রহমান টিপু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। চাচাতো ভাই মাহবুবুর রহমান জনি একদিকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য, অন্যদিকে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব কুলফা গোষ্ঠীর সাধারণ সম্পাদক। যে ক্লাবের সভাপতি হচ্ছেন নাঈদুর রহমান দুর্জয়। পরিবারের অন্য সদস্যরা নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেন। নিয়মনীতির তোয়াক্কা না করে নির্বাচনী এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ প্রতিটি অঙ্গসংগঠনের কমিটিতে পরিবারের লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন। ত্যাগী ও মূলধারার আওয়ামী লীগের লোকজনকে বাদ দিয়ে বিএনপি-জামায়াতের লোকজনকে কমিটিতে স্থান দেওয়ায় জেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ চলছে দীর্ঘদিন ধরে। জেলার নেতা-কর্মীরা এ ধরনের পকেট কমিটির অবসান চান। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিভিন্ন অনিয়ম তুলে ধরে একাধিক পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এতে আমরা বিব্রতবোধ করছি। এ ঘটনায় দলের যে ক্ষতি হলো তা কখনোই শোধ হওয়ার নয়। তিনি বলেন, এ নিয়ে দ্রুত তদন্ত করে প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তার চারদিকে জেলার মাদক সম্রাট ও ক্যাডার বাহিনী থাকায় আমরা কিছুই বলতে সাহস পাইনি। যারা সত্য প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানাই। দ্রুত ব্যবস্থা নিলে দলের ভাবমূর্তি রক্ষা পাবে। তারা আরও জানান, কিছুদিন আগেও দুর্জয়ের মা নীনা রহমান শহরের শিববাড়ী এলাকায় সংখ্যালঘু এক ব্যক্তির প্রায় ৫০ শতাংশ জায়গা নামমাত্র মূল্যে দখলে নেন। জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি বলেন, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। স্বাধীনতার সময় পরিবারের কেউ কেউ স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রাখেন।

সর্বশেষ খবর