শিরোনাম
রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

দেশে মৃতের ৩৯ শতাংশ ষাটোর্ধ্ব

আরও মৃত্যু ৩৪, শনাক্ত ৩৫০৪

বিশেষ প্রতিনিধি

দেশে মৃতের ৩৯ শতাংশ ষাটোর্ধ্ব

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যুবরণ করেছেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। মোট মৃতের মধ্যে এই বয়সের মানুষ ৩৯ ভাগ মৃত্যুবরণ করেছেন। এরপর ৫১ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে ২৯ দশমিক ৬ ভাগ মৃত্যুবরণ করেছেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে মৃতদের বয়সের বিশ্লেষণ অনুসারে দেখা গেছে, ৪১ থেকে ৫০ বছরের ব্যক্তিদের মধ্যে ১৭ দশমিক ৪ ভাগ মৃত্যুবরণ করেছেন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মৃত্যুবরণ   করেছেন ৮ দশমিক ৩ ভাগ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ দশমিক ৪ ভাগ, ১১ থেকে ২০ বছরের     মধ্যে ১ দশমিক ৫ ভাগ ও ১ থেকে ১০ বছরের মধ্যে শূন্য দশমিক ৮ ভাগ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায়    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে নতুন করে আরও ৩ হাজার ৫০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন। স্বাস্থ্য অধিদফতরের অনুমিত হিসাবে এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। গতকাল করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে দেশে আরও একটি নতুন ল্যাব চালু হয়েছে। চট্টগ্রামে শেভরন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড নামে নতুন এ ল্যাব চালু হওয়ায় দেশে এখন ৬৭টি ল্যাবে কভিড-১৯ পরীক্ষা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫৮টি গবেষণাগার থেকে নমুনা সংগ্রহের প্রতিবেদন দিয়েছে। পাঁচটি বেসরকারি ল্যাব, দুটি বিশ্ববিদ্যালয় এবং দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন দেয়নি। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি, ৫৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। এখন পর্যন্ত ৭ লাখ ১২ হাজার ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও দুজন নারী। তাদের ৩০ জন হাসপাতালে মারা গেছেন, চারজনের মৃত্যু হয়েছে বাড়িতে। মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের চারজন, সিলেট বিভাগের চারজন, রংপুর বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন বসিন্দা ছিলেন। সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন এবং নতুন রোগী শনাক্ত হলেন তার সবশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা-দিনাজপুর : জেলায় গত ২৪ ঘণ্টায় জয়নাল আবেদীন নামে একজনের মৃত্যুসহ ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে। যার মধ্যে পুরুষ ৩৯৮ জন, নারী ১৩৮ জন ও শিশু ২৭ জন রয়েছে। বর্তমানে ২৩০ জন হোম আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৬ জন, হাসপাতালে ভর্তি ১১ জন এবং গত ২৪ ঘণ্টায় বোচাগঞ্জে একজনসহ এ পর্যন্ত ১১ জন মৃত্যুবরণ করেছেন। জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ জানান, কয়েক দিন আগে বোচাগঞ্জ উপজেলার মাহিরপুর তেতারা গ্রামের জয়নাল আবেদীন (৪৮) করোনা উপসর্গ নিয়ে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ১৯ জুন তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। টেস্ট রিপোর্ট পাওয়ার আগেই ২৩ জুন তিনি মারা যান। কুমিল্লা : জেলায় নতুন করে ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৭৪ জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন  জানান, শনিবার দেবিদ্বারে ১৪, মনোহরগঞ্জে ছয়জন, হোমনায় ২১ জন, দাউদকান্দিতে ১২ জন, চান্দিনায় ৯ জন, তিতাসে আটজন, লাকসামে চারজন ও চৌদ্দগ্রামে ছয়জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় ৮১ জন সুস্থসহ এ পর্যন্ত ১ হাজার ২৭২ জন সুস্থ হয়েছেন। এ সময়ে লাকসামে একজনসহ মোট ৮৮ জন মারা গেছেন। কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার পর্যন্ত জেলা থেকে ১৮ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৬ হাজার ১৪৯ জনের। শনিবার কুমিল্লা নগরীতে ৪১ জন, তিতাসে ২০ জন, দেবিদ্বারে ১২ জন ও মনোহরগঞ্জে আটজনসহ ৮১ জন সুস্থ হয়েছেন। নোয়াখালী : জেলায় নতুন করে আরও ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১ হাজার ৯৭১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। সুস্থ হয়েছেন ৮১৩ জন। জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ও ২৫ জুন বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাতে তাদের রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ উল্লেখ করা হয়। চাঁদপুর : জেলায় আরও ৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। সুস্থ হয়েছেন ২১৫ জন। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আক্রান্ত ৪৯ জনের মধ্যে চাঁদপুর সদরে পাঁচ, হাইমচর ৯, কচুয়া তিন, মতলব উত্তর ১৫, মতলব দক্ষিণে পাঁচ, হাজীগঞ্জ ছয় ও ফরিদগঞ্জে ছয়জন রয়েছেন।

 লালমাই (কুমিল্লা) : লালমাই উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পীর পরিবারের পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই পারিবারিক আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়াশীষ রায়। ২৭ জুন পর্যন্ত লালমাই উপজেলায় মোট ৪০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩৫৫ জনের। করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এর আগে ইউএনও অফিসের একজন কর্মচারীর পজিটিভ আসে।

সর্বশেষ খবর