রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত ১৪০০ চিকিৎসক ১২ জন ২৪ ঘণ্টায়

এক সপ্তাহে মৃত্যু ১০ জনের

নিজস্ব প্রতিবেদক

আক্রান্ত ১৪০০ চিকিৎসক ১২ জন ২৪ ঘণ্টায়

করোনাভাইরাসে এ পর্যন্ত চিকিৎসক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। গত এক সপ্তাহে মারা গেছেন অন্তত ১০ জন চিকিৎসক। গতকাল বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলছে, এ পর্যন্ত ১ হাজার ৩৯৫ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৩৮ জন। করোনার সময় মারা গেছেন মোট ৬১ জন চিকিৎসক। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৫২ জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন। এদিকে ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডি এসআর) তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে করোনায় মারা গেছেন ১০ জন চিকিৎসক। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন আর উপসর্গ নিয়ে দুজন। আক্রান্ত হয়ে ২১ জুন মারা যান ডা. ললিত কুমার দত্ত, ২৩ জুন ডা. মো. আলী আসগর, ২৪ জুন ডা. গমিরুল ইসলাম বাবু, ডা. উপেন্দ্রনাথ পাল, ডা. কহিদুল আনোয়ার, ডা. ইউনুস আলী, ডা. মো. সাইফুল ইসলাম, ২৫ জুন ডা. ফিরোজা বেগম। উপসর্গ নিয়ে ২১ জুন মারা যান ডা. সুনিল কুমার সরকার ও ডা. সৈয়দ শাহনেওয়াজ।

সর্বশেষ খবর