রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক

তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এ কারণে বিএনপিকে মানুষ আগামী দিনে আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধনের সময় তিনি এ কথা   বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনাভাইরাস মহামারীতে পৃথিবীর অনেক উন্নত দেশ, যে দেশগুলো স্বাস্থ্যসেবায় সারা বিশ্বে নেতৃত্ব দেয়, তারাও অসহায়ত্ব প্রকাশ করেছে। অথচ আমাদের দেশের স্বাস্থ্য ক্ষেত্রে সক্ষমতার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার সাহসিকতার সঙ্গে এই করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে। তিনি বলেন, অনেকে অনেক ধরনের সমালোচনা করেন, তিরস্কার করেন। বাস্তবতা হলো, ইউরোপসহ আমেরিকা রাশিয়ায় লাখ লাখ মানুষ শনাক্ত হচ্ছে। আবার হাজার হাজার মানুষ সেখানে প্রাণ হারাচ্ছে। ইতালিতে দেড় লাখ শনাক্ত হয়েছে, সেখানে ২৯ হাজার মানুষ জীবন দিয়েছে। বাংলাদেশে এক লাখ ৩০ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃতের সংখ্যা দেড় হাজার। মৃত্যু হার ১ দশমিক ২৩ শতাংশ।

এতেই বুঝা যাচ্ছে বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলা করে আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি।

গণমাধ্যম কর্মীদের ছাঁটাই বন্ধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা ছাড়া এমন গণমাধ্যম-বান্ধব নেতা আর আছে বলে আমার মনে হয় না। শেখ হাসিনা সাংবাদিকদের কথা চিন্তা করেন, সব শ্রেণী-পেশার মানুষের কথা চিন্তা করেন। করোনাভাইরাসের এই মহামারীতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রণোদনার আওতায় নিয়ে এসেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বাদল মাদবর বক্তব্য রাখেন। ডিইউজের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী ছাঁটাই বন্ধের আহ্বান জানান।

সর্বশেষ খবর