সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

সচেতনতাই এখন গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

সচেতনতাই এখন গুরুত্বপূর্ণ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অধিক গুরুত্ব দিতে হবে। একইভাবে সচেতন থাকতে হবে। হাত ধোয়ার পাশাপাশি প্রতিরোধমূলক সরঞ্জাম ব্যবহার করতে হবে। গতকাল দেশের ১৬টি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা সরঞ্জাম হিসেবে পিপিই, মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মাল্টি-সেক্টরাল সিভিক প্লাটফর্ম হেলদি বাংলাদেশ, পিপিআরসি এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে বাংলাদেশের ১৬টি পৌরসভা এবং একটি সিটি করপোরেশনের প্রায় ৩০০০ পৌর পরিচ্ছন্নকর্মীকে এসব সরঞ্জাম বিতরণ করা হবে। এর অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার কর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয় ২৫ জুন। আর গতকাল নোয়াখালী ও পটুয়াখালী পৌরসভার কর্মীদের পিপিই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন হোসেন জিল্লুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী। উভয় পৌরসভার মেয়র ও কাউন্সিলররা। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কভিড-১৯ স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ওপর সর্বাগ্রে স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরেছেন। পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা এই প্রয়োজনীয় কাজের জন্য অন্যতম ফ্রন্টলাইনকর্মী বাহিনী তবে তাদের অবদান এখনো প্রয়োজনীয় স্বীকৃতি পায়নি। আমাদের শহরগুলোকে পরিষ্কার রাখা একটি স্বাস্থ্যকর বাংলাদেশ নিশ্চিত করার মূল চাবিকাঠি।

সর্বশেষ খবর