শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

চিকিৎসা না পেয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাসপাতালে অবহেলাজনিত কারণে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন। দুই দফায় চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন এই আওয়ামী লীগ নেতা। এক দিনের ব্যবধানে ফের অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে আসা হয় একই হাসপাতালে। কিন্তু তাকে ভর্তি করাতে গড়িমসি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ তোলেন তার স্বজনরা। আর এমন অভিযোগ উঠেছে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালের বিরুদ্ধে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেনকে ভর্তি করাতে তার স্বজনদের ছোটাছুটির মধ্যেই পার্কভিউ হাসপাতালে জরুরি বিভাগে মারা যান তিনি। মৃতের ভাতিজা ইসহাক ইমন বলেন, ‘‘আমার চাচা মোহাম্মদ হোসেন পার্কভিউতে ভর্তি ছিলেন। বুধবার বিকালে তিনি কিছুটা সুস্থতা বোধ করায় তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল সকালে পার্কভিউ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তখন হাসপাতালটির কর্তৃপক্ষ চাচাকে ভর্তি করাতে রাজি হয়নি। এমনকি দুই ঘণ্টা ধরে তিনি জরুরি বিভাগে কষ্ট পেলেও চিকিৎসকদের কেউ দেখতেও আসেননি। অনেকক্ষণ পর একজন চিকিৎসক এসে বলেন, ‘তিনি করোনা সাসপেকটেড। আইসিইউ লাগবে।’ এরপর একবার চারতলা, একবার আটতলা করতে করতে রোগী মারা যান।’ এ ঘটনায় মোহাম্মদ হোসেনের পরিবার আইনি ব্যবস্থা নেবে বলেও জানান ইসহাক ইমন। এ বিষয়ে জানতে পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর