শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

চিকিৎসা ব্যয় তদন্ত করে দেখা হবে

-স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসা ব্যয় তদন্ত করে দেখা হবে। এখন পর্যন্ত হোটেলে থাকা-খাওয়াসহ অন্যান্য বিল ভাউচার মন্ত্রণালয়ে পৌঁছেনি। কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। গতকাল বিকালে ঢামেক হাসপাতাল সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যসেবা সচিব। আবদুল মান্নান বলেন, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীরা কেমন আছেন, চিকিৎসাসেবার সঙ্গে জড়িত চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেমন আছেন, তা দেখতেই তিনি ঢামেক পরিদর্শন করেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনসহ চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থাপনায় কী কী সমস্যা রয়েছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় তা জানার চেষ্টা করেছেন। প্রসঙ্গত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো আবদুল মান্নান ঢামেক হাসপাতাল পরিদর্শন করলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর