শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক সপ্তাহেই করোনায় ১৫ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে এ পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন চিকিৎসক। করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭২ জন। গত এক সপ্তাহেই মৃত্যু হয়েছে অন্তত ১৫ জন চিকিৎসকের। গতকাল চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর) এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) থেকে এসব তথ্য জানা গেছে।

এফডিএসআর সূত্র জানায়, আক্রান্ত ও মৃতের সংখ্যা ঢাকা বিভাগে সর্বাধিক। এর পরপরই রয়েছে সিলেট ও চট্টগ্রাম। নিম্নমানের মাস্ক ও পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং যথাযথ প্রশিক্ষণের অভাবেই স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। সংগঠনটির নেতাদের আশঙ্কা, এমন অবস্থায় বৈশ্বিক এ মহামারীর ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা না হলে সারা দেশের স্বাস্থ্য খাতে চরম বিপর্যয় সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত এক সপ্তাহে ১৫ জন চিকিৎসকের মৃত্যু : করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে সারা দেশে ১৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তারা হলেন- গত ২৪ জুন মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সামিরুল ইসলাম বাবু, বাগেরহাটের ডা. উপেন্দ্রনাথ পাল, চট্টগ্রাম পাহারতলী চক্ষু হাসপাতালের ডা. শহিদুল আনোয়ার, সিরাজগঞ্জে ডা. ইউনুস আলী, আল মানার হাসপাতাল ও ডায়াবেটিক স্পেশালিস্টের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম। গত ২৫ জুন মারা যান রংপুর মেডিকেল কলেজের ডা. ফিরোজা বেগম। গত ২৬ জুন মারা যান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হোসেন। গত ২৭ জুন মারা যান ডা. আসাদুজ্জামান এবং অধ্যাপক ডা. গোপাল শংকর। গত ১ জুলাই মারা যান ডা. মোহসিন কবির, অধ্যাপক ডা. গোলাম সরোয়ার এবং অধ্যাপক ডা. রুহুল আমিন। গত ২ জুলাই মারা যান অধ্যাপক ডা. এমএ ওয়াহাব এবং ডা. মামুনুর রশিদ সফদার। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত ২৯ জুন মারা গেছেন ডা. তমিজুল আহসান রতন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর