শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে এক দিনেই শনাক্ত ৫৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ যেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। রেকর্ড ভেঙে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে যুক্তরাষ্ট্র। সব রেকর্ড ভেঙে এবার এক দিনের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়েছে এই দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির ৫৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার এক দিনেই রেকর্ড ৫০ হাজারেরও বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। রয়টার্স বলছে, এর আগে ব্রাজিলে এক দিনে সর্বোচ্চ ৫৪ হাজার ৭৭১ জন শনাক্তের রেকর্ড ছিল; তবে সে রেকর্ড ভেঙে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ৫৫ হাজার ২৭৪ জনের শনাক্তের রেকর্ড গড়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৭টিতে বেশি করোনার সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে শীর্ষে আছে ফ্লোরিডা; যেখানে শুধু বৃহস্পতিবারই শনাক্ত হয়েছে ১০ হাজারের বেশি। নতুন করে ব্যাপকহারে করোনার বিস্তার বাড়তে থাকায় কয়েকটি রাজ্যে বিধিনিষেধ শিথিলের পদক্ষেপ থেকে সরে এসেছে প্রশাসন। ফের বন্ধ ঘোষণা করা হয়েছে বিচ, রেস্টুরেন্ট, বার, নাইট ক্লাবসহ অনেক প্রতিষ্ঠান। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে করোনার বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পরই নতুন করে বেড়েছে করোনার বিস্তার। গত দুই সপ্তাহেই পেরিয়েছে সংক্রমণের আগের রেকর্ড। যেসব রাজ্যে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেগুলোর মধ্যে আরিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, অ্যালাবামা, জর্জিয়া, মিসিসিপি, মিসৌরি, নেভাদা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা, আইডাহো, টেনেসি ও ওয়াইওমিং উল্লেখযোগ্য। সংক্রমণ বাড়তে থাকায় ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা ও আরিজোনায় বিধিনিষেধ শিথিল করা থেকে সরে এসেছে স্থানীয় প্রশাসন। আরিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাস করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। রোগ বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর মধ্যে দেশটির এক-তৃতীয়াংশ রাজ্যে শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি দেখে উদ্বিগ্ন মার্কিন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের ১০ গুণ পর্যন্ত হতে পারে। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে গড়ে প্রতিদিন ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেও অবাক হওয়ার কিছু নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আক্রান্তের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৫ লাখ ১ হাজার ৩৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ৯৯০ জনের। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তৃতীয়তে আছে রাশিয়া। দেশটিতে করোনা সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৮৩ জনের। কিছুদিন আগেও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা কমেছে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫৩৭ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। এদিকে, আক্রান্তের দিক থেকে ৪ নম্বরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ২২৫ জনের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর