শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

চিকিৎসাবিজ্ঞানের টাস্কফোর্স চাই

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসাবিজ্ঞানের টাস্কফোর্স চাই

চিকিৎসাবিজ্ঞানে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে টাস্ক ফোর্স গঠনসহ তিন দফা প্রস্তাব দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রস্তাব দেন। তাঁর সঙ্গে যৌথ বিবৃতি দেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। আ স ম রবের তিন দফা প্রস্তাব হচ্ছে-চিকিৎসাবিজ্ঞানী, কেমিস্ট, গবেষক, ফার্মাসিস্ট ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব অংশীজন নিয়ে ‘চিকিৎসাবিজ্ঞান টাস্ক ফোর্স’ গঠন, স্বাস্থ্য খাতের মৌলিক ক্ষেত্রে চিকিৎসা গবেষণার লক্ষ্যে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ ও স্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে চিকিৎসাবিজ্ঞান গবেষণার প্রয়োজনে চিকিৎসাবিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা। আ স ম রব বলেন, দেশীয় গবেষকদের দ্বারা কভিড-১৯ শনাক্তকরণ কিট, টিকা ও অন্যান্য ওষুধ আবিষ্কারে চিকিৎসাবিজ্ঞানে যে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে তা এগিয়ে নেওয়া আমাদের মৌলিক জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সময় এসেছে রাষ্ট্রের উদ্যোগী ভূমিকা গ্রহণের। ইতোমধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র ও গ্লোব বায়োটিক লিমিটেডের এসব উদ্ভাবন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ওষুধ আবিষ্কারে অত্যাধুনিক গবেষণা কেন্দ্রও স্থাপিত হয়েছে। আরও প্রতিষ্ঠান দেশে অনুরূপ গবেষণায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া বাংলাদেশে বিশ্বমানের ওষুধ প্রস্তুতকারী অনেক প্রতিষ্ঠান রয়েছে।

কিছু কিছু দুরারোগ্য ব্যাধির ওষুধ উৎপাদনে ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদনের অপেক্ষায় আছে। চিকিৎসার ক্ষেত্রে লন্ডভন্ড অবস্থার মধ্যেও এসব সংবাদ খুবই আশার জন্ম দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানীদের কোনো অবদান স্বীকৃতি লাভ করলে বিশ্বব্যাপী বাঙালি জাতির মর্যাদা উচ্চতর পর্যায়ে উন্নীত হবে; যা হবে যুগান্তকারী ঘটনা। জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নই হবে জাতির আত্মমর্যাদার উন্নয়ন। এর কোনো বিকল্প নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর