রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় সলিমুল্লাহ মেডিকেলের সাবেক অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনায় সলিমুল্লাহ মেডিকেলের সাবেক অধ্যাপকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কে এম মুন্তাকিম চৌধুরী। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন। এছাড়া কর্মজীবনে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও শিকদার মেডিকেল কলেজেও অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। বিশিষ্ট এই মেডিসিন বিশেষজ্ঞ দেশে হাতেগোনা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে অন্যতম। চিকিৎসায় তিনি সার্জারির চাইতে ওষুধ দিয়ে নিরাময়ে জোর দিতেন বেশি। পুরান ঢাকার লালবাগ, কসাইটুলী, নাজিমুদ্দিন রোডের বাসিন্দারা ও কেরানীগঞ্জের  বেশিরভাগ লোকই তার কাছ থেকে চিকিৎসাসেবা নিতেন। আদি ঢাকার লোকের সঙ্গে তার পারিবারিক বন্ধন হওয়ায় সেখানকার একজন খ্যাতিমান চিকিৎসক হয়ে উঠেছিলেন ডা. কে এম মুন্তাকিম চৌধুরী। মৃত্যুকালে তিনি  ৪ পুত্র ও স্ত্রী রেখে গেছেন। পুত্রদের মধ্যে দুজন চিকিৎসক। অধ্যাপনা থেকে অবসর নেওয়ার পর নিজের মায়ের নামে ঢাকার বেচারাম দেউরিতে তিনি একটি হাসপাতাল নির্মাণ করেন। যার নাম কেজি হাসপাতাল। ডা.  কে এম মুন্তাকিম চৌধুরীর মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চিকিৎসকদের একাধিক সংগঠন ও তার প্রতিষ্ঠানের সব কর্মচারী ও কর্মকর্তারা।

সর্বশেষ খবর