সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

সিরাজগঞ্জে দলীয় কোন্দলে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাদের মারধরে আহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় নিহত হয়েছেন। গতকাল সকাল ১১টায় ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্ট খোলার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় জেলা ছাত্রলীগের একাংশ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও জামতৈল সরকারি হাজী কোরপ আলী  ডিগ্রি কলেজ শাখার সভাপতি এবং কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুরের বাসিন্দা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ জানান, ২৬ জুন বিকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে আসার পথে শহরের বাজার স্টেশন এলাকায় এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পরদিন ঢাকার নিউরো সাইন্স ইনস্টিটিউটে স্থানান্তর করে। সেখানেই আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সকালে বিজয় মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, এনামুলের মৃতদেহ সিরাজগঞ্জ পৌঁছার পরই তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে। এদিকে, এ ঘটনার পর আহত ছাত্রলীগ নেতার বড় ভাই রুবেল বাদী হয়ে জেলা ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের পাঁচ নেতা-কর্মীর নামে মামলা করেছেন। এরমধ্যে প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিয়ারধানগড়ার শিহাব আহমেদ জিহাদ ছাড়া বাকি চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, এই হত্যাকান্ডের প্রতিবাদে দুপুরে জেলা ছাত্রলীগের বড় একটি অংশ দলীয় কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় খুনীদের আটক ও দ্রুত শাস্তির দাবি জানানো হয়। অপরদিকে, ছাত্রলীগ নেতা এনামুলের মৃত্যু সংবাদ পৌঁছার পর জেলা সদরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, মারপিটের ঘটনার পর থেকেই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যা আজও বিদ্যমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর