শিরোনাম
সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

চিকিৎসা সুবিধা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা সুবিধা বাড়াতে হবে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, করোনা রোগীদের বেশিরভাগেরই মৃত্যু হয় শ্বাস কষ্টে। তাই করোনা আক্রান্তদের শ্বাস কষ্ট হলে প্রথমে স্বাভাবিক অক্সিজেন ও পরে আন্ডার প্রেসার অক্সিজেন এবং প্রয়োজন হলে ভেন্টিলেটরের মাধ্যমে লাইফ সাপোর্ট দিতে হয়। ঢাকার কিছু হাসপাতাল ছাড়া দেশের বেশির ভাগ এলাকায় এসব সুবিধা নেই। তাই দ্রুততার সঙ্গে যতটুকু সম্ভব সরকারকে সারা দেশে এসব সুবিধা নিশ্চিত করতে হবে। আগামী ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাপার বনানী অফিসে প্রস্তুতি সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন। সভায় একমাত্র কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু অংশ নেন। এ ছাড়া সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু  হোসেন বাবলা ও সালমা ইসলাম বৈঠকে অংশ নেননি। অংশ নেননি পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর