বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা পরীক্ষায় ফি আরোপ অমানবিক

নিজস্ব প্রতিবেদক

করোনা পরীক্ষায় ফি আরোপ অমানবিক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষায় ফি আরোপ করা বৈষম্যমূলক, অমানবিক ও আত্মঘাতী। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, দেশে যখন পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন হঠাৎ করেই গত ৩০ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় কভিড শনাক্তকরণ পরীক্ষায় ফি আরোপের সিদ্ধান্ত জানায়। সংকটের সময়ে এ অপরিণামদর্শী সিদ্ধান্তে সরকার জনগণকে পরীক্ষা করতেই অনুৎসাহিত করছে কিনা এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তিনি বলেন, যারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাদের জন্য আরোপিত ফি যৎসামান্য মনে হতেই পারে, কিন্তু যারা একবেলা নিয়মিত খাবারের সংস্থান করতে পারেন না, তাদের জন্য এ ২০০ টাকাও বিশাল এক বোঝা। মূলত দরিদ্র ও স্বল্প আয়ের মানুষকে পরীক্ষায় নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত কিনা তা ভাবতে হবে।

এমন বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর