শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও শক্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও শক্ত অভিযান

ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও শক্ত অভিযান চালানো হবে। করোনাভাইরাস মহামারীর কারণে কাজের গতি কমে গেলেও ত্রাণ এবং স্বাস্থ্য খাতে চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কঠোর হবে দুদক। গতকাল কমিশনের এক বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা এবং ২০১৯ সালের বাস্তবায়ন প্রতিবেদনের ওপর পূর্ণাঙ্গ কমিশনের এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, করোনার কারণে কমিশনের নিয়মিত অভিযান স্থগিত রাখা হলেও ত্রাণ এবং স্বাস্থ্য খাতে চিহ্নিত দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে আইনি অভিযান আরও সক্রিয় করা হবে। জনগণের কল্যাণেই এসব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। সভায় জানানো হয়, এ মহামারীর মধ্যেও দুদকের কর্মকা  অব্যাহত আছে। এ পর্যন্ত ১৮ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, দুজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, প্রয়োজনে বাসায় বসে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এক্ষেত্রে অবশ্যই নথির মুভমেন্ট রেজিস্ট্রার অনুসরণ করতে হবে এবং তা কমিশনের সচিবকে অবহিত করতে হবে। কমিশনের মানিলন্ডারিং অণুবিভাগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, ২০১৯ সালে কমিশনের ১১টি মানিলন্ডারিং মামলার ১১টিতেই অপরাধীদের সাজা হয়েছে। ২০১৮ সালেও শতভাগ মামলায় সাজা হয়েছিল। বিদেশে অর্থ পাচার বন্ধে দ্রুততম সময়ের মধ্যে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট সম্পদ উদ্ধারের পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, এক্ষেত্রে বিএফআইইউ, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে। কীভাবে এসব সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় করা যায়, তা কমিশনের কৌশলপত্রের আলোকে বাস্তবায়ন করতে হবে। দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালকদের মধ্যে আ ন ম আল ফিরোজ, মো. মফিজুর রহমান ভূঞা, মো. জহির রায়হান, মো. রেজানুর রহমান, সাঈদ মাহবুব খান, মো. জাকির হোসেন ভার্চুয়াল সভায় বক্তব্য দেন। মহাপরিচালক এ কে এম সোহেল সভা পরিচালনা করেন।

সর্বশেষ খবর