শিরোনাম
শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

দুর্নীতির কারণে করোনা সংক্রমণ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির কারণে করোনা সংক্রমণ বাড়ছে

সরকারের দুর্নীতির কারণেই সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল উত্তরার নিজের বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে সিলেটে ‘এম এ হক স্বাস্থ্যসেবা’ কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের একটাই লক্ষ্য, দুর্নীতি আর চুরি। তাদের চরম অবহেলা, দুর্নীতি, অবজ্ঞা, অজ্ঞতার কারণেই আজকে করোনা পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়েছে, সারা দেশে ছড়িয়ে পড়েছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের উদ্যোগে সদ্য প্রয়াত এম এ হকের স্মরণে ‘এম এ হক স্বাস্থসেবা’র এই কর্মসূচি চালু হয়। গত ৩ জুলাই  চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলার সাবেক সভাপতি এম এ হক মারা যান। সিলেট জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েস লোদীর পরিচালনায় ভার্চুয়াল এই আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কলিম উদ্দিন মিলন, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, নাসিম হোসাইন, আলী আহমদ, প্রয়াত এম এ হকের ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হকসহ সিলেট জেলা ও মহানগর নেতারা বক্তব্য দেন।

এ দিকে গতকাল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, করোনা মোকাবিলায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার আরও বেশি আগ্রাসী নাৎসিবাদী পথ অবলম্বন করছে। তারা এখন বিরোধী দলকে নিঃশেষ করার কর্মসূচি নিয়েছে। সরকারি দলের  লোকেরা এই করোনাকালেও দুর্নীতি, লুটপাট ও আত্মসাতের কাজে খুব উৎসাহ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা এসব অনাচারের প্রতিফলন প্রতিদিনই দেখছি সংবাদপত্রের পাতায়। মির্জা ফখরুল বলেন, দেশকে বিএনপিশূন্য করাই যেন আওয়ামী শাসকগোষ্ঠীর প্রধান লক্ষ্য। বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে। তিনি অবিলম্বে আকরামুল হাসান মিন্টুর মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সর্বশেষ খবর