রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিশেষ ঋণ তহবিল প্রণোদনা দরকার

অধ্যাপক সেলিম রায়হান

রুহুল আমিন রাসেল

বিশেষ ঋণ তহবিল প্রণোদনা দরকার

করোনাভাইরাসের প্রেক্ষাপটে আগামীর নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ তহবিল গঠন ও প্রণোদনা প্যাকেজ দরকার বলে মনে করেন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ড. সেলিম রায়হান। তার মতে, নতুন উদ্যোক্তাদের কর সুবিধা দিতে হবে। ওয়ান স্টপ সার্ভিস দরকার হবে। ব্যবসার অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। এসব সুবিধা না দিতে পারলে বিনিয়োগে অশনি সংকেত দেখা দিতে পারে। কারণ, বর্তমানে নতুন উদ্যোক্তারা যে ব্যাংকের ঋণ সুবিধা পাবেন, সে পথ সংকুচিত। আগামীতে তাদের চ্যালেঞ্জ দেখছি ডাবল। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং- সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান। তিনি বলেন, আগামী দিনে নতুন উদ্যোক্তারা নিত্যনতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে ব্যবসা-বাণিজ্য ও শিল্প গড়ে তুলতে চাইবেন। তাদের জন্য সকল সহায়তা অব্যাহত রাখতে হবে। কর সুবিধা দিতে হবে। শিল্প ও বাণিজ্য নীতিমালায় সহায়তা আরও বাড়াতে হবে। এক্ষেত্রে ব্যবসা শুরু করতে যেসব সরকারি দফতরের অনুমোদন নিতে হয়, সেসব অনুমোদন প্রক্রিয়া সহজ করা দরকার। নতুন উদ্যোক্তারা হতাশ হলে বিনিয়োগের ক্ষেত্রে সামনের দিনগুলো ভালো হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির এই দিনে ব্যবসা-বাণিজ্য এখন ইন্টারনেটনির্ভর। তরুণ ও নতুন উদ্যোক্তারা যেসব ব্যবসা করছেন, তাও হয়ে উঠছে ইন্টারনেটকেন্দ্রিক। কিন্তু আমাদের দেশে ইন্টারনেটের ওপর বাড়তি কর বাধা হয়ে যাচ্ছে। এই বাধা দূর করতে হবে। নতুন উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস দরকার হবে। অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, করোনার প্রভাবে এখন পুরনো উদ্যোক্তাদের ভয়াবহ সংকট চলছে। শিল্প ও সেবা খাতের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এসএমইরা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ সুবিধা পাচ্ছেন না। ফলে নতুন উদ্যোক্তারা যে ব্যাংকের ঋণ সুবিধা পাবেন, সে পথও সংকুচিত। এক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের জন্য আগামীতে দ্বিগুণ চ্যালেঞ্জ দেখছি। তিনি বলেন, বিশেষ তহবিল গঠন করে নতুন উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিতে হবে। তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ দরকার। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হওয়া মধ্যম সারির কর্মকর্তারা আগামীতে নতুন উদ্যোক্তা হওয়ার উদ্যোগ নেবেন।

সর্বশেষ খবর