রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

ব্যবসা করতে জরুরি প্রযুক্তিজ্ঞান

মো. সবুর খান

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা করতে জরুরি প্রযুক্তিজ্ঞান

করোনায় পাল্টে যাওয়া বাংলাদেশ ও বিশ্ব বাস্তবতায় এখন ব্যবসা করতে নতুন উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিজ্ঞান থাকা খুবই জরুরি বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআইর সাবেক সভাপতি মো. সবুর খান। প্রযুক্তি খাতের এই উদ্যোক্তার মতে, তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল সম্ভাবনা ও সুযোগ এনে দিয়েছে করোনাভাইরাস। এখন প্রযুক্তি জ্ঞান ও বিশ্লেষণধর্মী তথ্য যে উদ্যোক্তার হাতে থাকবে, তিনিই সফল হবেন। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডিসিসিআইর সাবেক সভাপতি মো. সবুর খান। তার মতে- এখন একজন নতুন উদ্যোক্তা শোরুম ছাড়াই ব্যবসা করতে পারেন। ফলে শোরুমের জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হতো, সেই অর্থ উদ্যোক্তা অন্য খাতে খরচ করতে পারবেন। কিন্তু নতুন এই উদ্যোক্তাদের হাতে থাকতে হবে প্রযুক্তির কল্যাণে পাওয়া তথ্য-উপাত্ত বা পরিসংখ্যান। এখন যার কাছে এসব থাকবে তিনিই সফলতার মুখ দেখবেন। ডেফোডিল গ্রুপের এই চেয়ারম্যান বলেন, তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল সম্ভাবনা ও সুযোগ এনে দিয়েছে করোনাভাইরাস। পুরনো উদ্যোক্তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন শুধু শারীরিক সম্পৃক্ততা দিয়ে ব্যবসা হবে না। এখানে দখলদারিত্ব করছে প্রযুক্তি। মানুষের হাতে প্রযুক্তি তৈরি হয়েছে, এখন সেই প্রযুক্তিই মানুষকে চালাবে। এটা মেনে নিয়েই একজন নতুন উদ্যোক্তাকে ব্যবসায় আসতে হবে। ফলে একজন নতুন উদ্যোক্তার জন্য এখন প্রযুক্তিজ্ঞান খুবই জরুরি। 

মো. সবুর খান বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এখন নতুন উদ্যোক্তাদের ক্রেতার মনোভাব বুঝতে হবে। চাহিদা জানতে হবে। কোন ধরনের ক্রেতা কোন প্রকারের পণ্য চান, তা প্রযুক্তি পরিসংখ্যান বিশ্লেষণ করেই উদ্যোক্তাকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে অর্থায়ন এখন খুব বড় বিষয় নয়। ডিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, চীন ইতিমধ্যে ক্যাশলেস সোসাইটি তৈরি করে ফেলেছে। বিশ্বও সে পথে হাঁটবে। আমরা ডেফোডিলে একটি আইডি কার্ডের ভিতর সব ধরনের সুবিধা সংযুক্ত করেছিলাম। সে সুবিধা করোনাকালে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছে। আগামীতে সারা দেশকেই এই পথে হাঁটতে হবে। এক্ষেত্রে সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে। এর বিকল্প নেই বলেও মত দেন এই ব্যবসায়ী নেতা।

সর্বশেষ খবর