মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

বর্ণচোরা সেজে ভাবমূর্তি নষ্টে ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক

বর্ণচোরা সেজে ভাবমূর্তি নষ্টে ছাড় নয়

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ভিতর বর্ণচোরা সেজে যারা অর্থসম্পদ বৃদ্ধির চেষ্টা করে দলের ভাবমূর্তি বিনষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না। দলের দুঃসময়ের কর্মীদের পেঠনে ফেলে, রোদে পোড়া-বৃষ্টিতে ভেজা আন্দোলন-সংগ্রামে ঘাম ঝরানো নির্যাতিত নেতা-কর্মীদের এ সংগঠনে আশ্রয়লোভী ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই। গতকাল দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরে ও নেতৃত্বে এসেছে। দলে এসে দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে ভাগ্য বদলাতে আওয়ামী লীগ কখনো কাউকে সুযোগ দেয়নি। তিনি আরও বলেন, সরকারি দলে সব সময় কিছু আগাছা-পরগাছা ঢুকে পড়ে। কিন্তু সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন। যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার মোটেও কার্পণ্য করে না। দুর্বৃত্তদের কোনো দল নেই। তাদের নেই দলীয় পরিচয়। যারা অপরাধী তাদের অপরাধকে অপরাধ হিসেবে বিবেচনা করে শেখ হাসিনা সরকার। সেতুমন্ত্রী বলেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। এ বিষয়ে শেখ হাসিনা সরকার স্ব-প্রণোদিত হয়ে দুর্নীতি উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্য খাতসহ যেখানেই অনিয়ম দুর্নীতি, সেখানেই কঠোর অবস্থানে সরকার। তিনি আরও বলেন, যারা দুর্নীতি নিয়ে গণমাধ্যমে দু-কথা বলে আবার খোলসের আড়ালে মুখ লুকান তাদের বলি আয়নায় নিজেদের মুখ দেখুন। তিনি বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে রাজনৈতিক বিচ্ছিন্নতাকাল উদযাপন করছে। তারা জনগণের দুর্দশা, অসহায়ত্ব চোখে দেখে না। মানুষের কল্যাণে সরকারের নিরলস প্রয়াস তারা দেখতে পান না।

সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুরপাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলছে, সরকার নাকি বিএনপিকে ধ্বংস করতে চায়। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব তাদের মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতি দিয়ে নিজেদের জনগণের কাছে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে। ‘সকল অনিয়মের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত’- মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যেভাবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখছেন, আপনাদের সময়কালে এমন একটি নজির দেখাতে পারবেন না।  সম্প্রতি ত্রাণ কার্যক্রমের সঙ্গে যেসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার ব্যবস্থা নিয়েছে সেখানে তো বিএনপি সমর্থিত প্রতিনিধিও রয়েছেন। কিন্তু আপনারা তো দলীয় কোনো ব্যবস্থা নেননি।

সর্বশেষ খবর