শিরোনাম
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

লজ্জা শরমের মাথা খেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

লজ্জা শরমের মাথা খেয়েছে সরকার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রিজেন্ট হাসপাতালকান্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর পারস্পরিক দোষারোপ করছে। এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের নীরবতা স্পষ্ট করেছে, এর শিকড় কতটা গভীরে। স্বাস্থ্য খাতের অসুস্থতা প্রমাণ করে সরকার অক্ষম। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পাদন নিয়ে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের মধ্যে পরস্পরের  প্রতি দোষারোপ ও কাদা ছোড়াছুড়িতে বিস্মিত হয়েছি। এমনিতেই দেশ ও বিশ্ববাসী জানে এই সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। কিন্তু এরা যে ন্যূনতম সম্মানবোধ হারিয়ে ফেলেছে, লজ্জা-শরমের মাথা খেয়েছে; তা বুঝতে কষ্ট হয়েছে। গতকাল নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য সাবিক আনোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, কভিড-১৯ এর মতো বিষয় নিয়ে সরকার এবং তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ যে বাদানুবাদের পরিচয় দিয়েছে তাতে বিশ্বের সামনে আমাদের আর কোনো সম্মান অবশিষ্ট থাকেনি। তারপর সেই ঘটনা তদন্ত ও বিচার করতে গিয়ে সরকারের সংশিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের অযোগ্যতা-নীতিহীনতা, লোভ-লালসার পরিচয় পাওয়া গেছে। এই সরকারের মুখ দেখাতে লজ্জা পাওয়া উচিত। দেশে কি কোনো সরকার আছে? থাকলে এতে কি তাদের সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল না? কিন্তু তারা তা করছে না।

 তিনি বলেন, এসব ঘটনায় হস্তক্ষেপ করার মতো নৈতিক ও আদর্শিক ভিত্তি সরকারের নেই। এরা কোনো অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। লুটতরাজ, দুর্নীতি, জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে এরা নিজেরাই নীতিহীন, নিষ্ঠুর, দয়া-মায়াহীন।

সর্বশেষ খবর