শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

সাহেদ বাহিনী সরকারের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

সাহেদ বাহিনী সরকারের সৃষ্টি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সাহেদ বাহিনী বর্তমান আওয়ামী লীগ সরকারেরই সৃষ্টি। তিনি বলেন, সাহেদ মানেই এখন আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা করছে সার্বিক দিক থেকে সেগুলো সাহেদের মতোই কাজ। গতকাল বিকালে গণসংহতি আন্দোলনের এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ‘সকল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা,         স্বাস্থ্য খাতে দুর্নীতির রাঘববোয়ালদের গ্রেফতার এবং স্বাস্থ্যমন্ত্রী ও অধিদফতরের ডিজির অপসারণ’ দাবিতে সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে। সরকারের উদ্দেশে মান্না বলেন, আপনাদের যাওয়ার রাস্তা বানিয়ে দেওয়া এখন ফরজে আইন হয়ে গেছে। যেতে আপনাদের হবেই। যাওয়ার আগে যত তাড়াতাড়ি পারেন ঈদের আগেই এই স্বাস্থ্যমন্ত্রীকে চলে যেতে বলেন। গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকির সভাপতিত্বে এতে ডাকসু ভিপি নূরুল হক নূর, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্রচিন্তার ফরিদুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, শ্যামলী শীল, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম তানিয়া, দীপক রায় প্রমুখ বক্তব্য রাখেন। মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকারের হাতে জনগণ নিরাপদ নয়। মানুষ অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, রিজেন্ট হসপিটালের সাহেদ যা, আপনারাও তাই। সাহেদ মানেই এখন আওয়ামী লীগ হয়ে গেছে। অন্য বক্তারা স্বাস্থ্য খাতে সার্বিক ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর