শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

টাঙ্গাইলে একই পরিবারের চারজনের গলা কাটা লাশ

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

টাঙ্গাইলে একই পরিবারের চারজনের গলা কাটা লাশ

টাঙ্গাইলের মধুপুরে দুই শিশুসহ এক পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার আবদুল গনি (৪৫), তার স্ত্রী তাজিরুন (৩৮) এবং দুই সন্তান সাদিয়া (৮) ও তাজেল (১৫)। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে এ নির্মম ঘটনাটি ঘটেছে। দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মাস্টারপাড়ার ওই বাড়িতে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সেখানে একটি কুড়াল পাওয়া গেছে। হত্যার কাজে সেটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিবিআই ও সিআইইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। স্থানীয়রা জানান, দুই দিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার সকালে আবদুল গনির শাশুড়ি এসে বাড়িতে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভিতরে গিয়ে চারটি লাশ পড়ে থাকতে দেখেন। এদিকে স্থানীয় আবদুর রউফ জানান, হত্যার শিকার আবদুল গনির আদি বাড়ি মধুপুর উপজেলার কাইতকাই গ্রামে। প্রায় ৮-১০ বছর আগে তিনি শ্বশুরবাড়ির কাছে মাস্টারপাড়ায় ৬ শতাংশ জমি কিনে ঘর তুলে সেখানে বসবাস শুরু করেন। এক সময় তিনি রিকশা-ভ্যান কেনাবেচার ব্যবসা করতেন। বর্তমানে তিনি কোনো ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন না। যদিও স্থানীয়দের কেউ কেউ জানান, তিনি সুদে টাকা লগ্নি করতেন।

সর্বশেষ খবর