রবিবার, ১৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিকল্প হেফাজতে ইসলামের চিন্তা

কওমিদের আসছে নতুন প্ল্যাটফরম নেতৃত্বে আলোচিতরা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে বের হয়ে আসা কওমিদের নতুন প্ল্যাটফরম আসছে। হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের একটি অংশ এবং আলোচিত-সমালোচিত কিছু নেতার সমন্বয়ে শিগগিরই আত্মপ্রকাশ করবে নতুন এ সংগঠন। নতুন এ প্ল্যাটফরমকে ‘বিকল্প হেফাজতে ইসলাম’ মনে করা হচ্ছে। তবে হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের দাবি- আল্লামা শফীর বাইরে গিয়ে নতুন কোনো সংগঠন গঠন করলে তা কওমি সমাজে ভুঁইফোড় সংগঠন বলে গণ্য হবে। কওমিদের নতুন প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত একাধিক নেতা বলেন, ‘হেফাজতে ইসলাম বর্তমানে স্বকীয়তা হারিয়েছে। এ সংগঠনটির অবস্থা ভঙ্গুর। তাই বিকল্প কিছু চিন্তা-ভাবনা করছে হেফাজতের ত্যাগী ও সংস্কারের পক্ষের নেতারা। প্রবীণ ও নবীনদের সমন্বয়ে নতুন নেতৃত্ব হেফাজতে ইসলামের পুরনো ঐতিহ্য পুনরুদ্ধার করবে।’ হেফাজতে ইসলামের নেতাদের দাবি, হেফাজতে ইসলামের মূল ধারার বাইরে নতুন কোনো সংগঠন কওমিদের কাছে গ্রহণযোগ্য হবে না। অনুসন্ধানে জানা যায়, হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের একটি অংশের ওপর অসন্তুষ্ট হেফাজতে ইসলাম ও কওমি মতাদর্শীদের একটি অংশ। তারা মনে করেন সরকারের ‘অতি ঘনিষ্ঠ’ হয়ে নিজের স্বকীয়তা হারিয়েছে হেফাজতে ইসলাম। তাই কওমিদের বিকল্প একটি প্লাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের একটি অংশ। এ প্লাটফর্ম তৈরিতে জনমত ও শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করতে দায়িত্ব দেওয়া হয় বর্তমান সময়ের আলোচিত চার বক্তাকে। পেছনে থেকে তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন হেফাজতে ইসলামের এক শীর্ষ নেতাসহ কমপক্ষে ১০ বিজ্ঞ আলেম। কওমি মতাদর্শীদের নতুন প্লাটফর্মের পক্ষে জনমত সৃষ্টি করতে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলার শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক ও দেখা-সাক্ষাৎ করে সমর্থন আদায়ের চেষ্টা চলছে। গত ২২ জুন ঢাকার খিলগাঁওয়ের এক আলেমের বাসায় বৈঠকের মাধ্যমে ওই প্লাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর ২৩ জুন দিনে মুন্সীগঞ্জে, একই দিন রাতে ঢাকার একটি মাদ্রাসায়, ২৯ জুন চট্টগ্রাম নগরীর পলিটেকনিক এলাকার একটি বাসায় বৈঠক হয়। সর্বশেষ জুলাইয়ের শুরুর দিকে চট্টগ্রাম নগরী ও জেলার দুটি এলাকায় বৈঠক করেন নতুন প্লাটফর্মের নেতারা। এখনো নতুন এ সংগঠনের নাম নির্ধারণ করা না হলেও কেউ কেউ নতুন এ সংগঠনের নাম ‘হেফাজতে ঈমান বাংলাদেশ’ রাখার প্রস্তাবনা দিয়েছেন। এরই মধ্যে নতুন এক সংগঠনের কমিটির দুটি রূপরেখাও তৈরি করা হয়েছে। যেখানে আমির পদে চিন্তা-ভাবনা করা হচ্ছে হেফাজতে ইসলামের দুই নায়েবে আমিরের মধ্য থেকে যে কোনো একজনকে। যারা আবার কওমি ভিত্তিক ইসলামী দুটি দলের নেতৃত্বে রয়েছেন। মহাসচিব পদে চিন্তা-ভাবনা করা হচ্ছে হেফাজতে ইসলামের এক প্রভাবশালী নেতাকে। সম্ভাব্য দ্বিতীয় কমিটির আমির হিসেবে চিন্তা-ভাবনা করা হচ্ছে সম্ভ্যাব্য প্রথম কমিটির মহাসচিবকে। এ কমিটির সম্ভাব্য মহাসচিব হিসেবে চিন্তা-ভাবনা করা হচ্ছে একটি আলোচিত-সমালোচিত বক্তাকে। যিনি সম্প্রতি উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী বিতর্কের জন্ম দিয়েছেন। এ কমিটির বিকল্প মহাসচিব হিসেবে চিন্তা-ভাবনা করা হচ্ছে চট্টগ্রামের আরেক আলোচিত হেফাজতে ইসলামের নেতাকে। যিনি দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামে কোণঠাসা হয়ে রয়েছেন।

সর্বশেষ খবর