বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

রেট চার্টে আকাশ পাতাল ব্যবধান

নিজস্ব প্রতিবেদক

রেট চার্টে আকাশ পাতাল ব্যবধান

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে সরকারি একটি রেট চার্ট দেওয়া আছে। ক্লিনিক্যাল প্যাথলজির ক্ষেত্রে সর্বনিম্ন ৮০, সর্বোচ্চ ৬০০,  মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজিতে সর্বনিম্ন ১৫০, সর্বোচ্চ ১ হাজার ৩০০, বায়োকেমিস্ট্রিতে সর্বনিম্ন ১২০, সর্বোচ্চ ৮০০, হিস্ট্রোপ্যাথলজিতে সর্বনিম্ন ৫০০, সর্বোচ্চ ১ হাজার ২০০, ড্রাগ এবিউজে সব ধরনের পরীক্ষা ৫৫০, থেরাপিউটিক ড্রাগের ক্ষেত্রে ৫০০ ও ভাইরোলজির ক্ষেত্রে সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। অথচ এসবের কিছুই পালিত হয় না ডায়াগনস্টিক সেন্টারগুলোয়। সর্বত্রই ৩-৪ গুণ বেশি ফি নেওয়া হয়। একটি আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার ফি যেখানে ঢাকা মেডিকেলে ১১০ টাকা, সেটাই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৫০ টাকা, বারডেম হাসপাতালে ১ হাজার টাকা, ল্যাবএইড হাসপাতালে ১ হাজার ৫০০ টাকা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ১ হাজার ২০০ টাকা। ভুক্তভোগী এক রোগীর স্বজন মিজানুর রহমান অভিযোগ করেন, ‘একেক জায়গায় একেক রকম ফি। সরকারি হাসপাতালে লম্বা সিরিয়াল থেকে বাঁচার জন্য বেসরকারি হাসপাতালে এসে দেখি টাকার সঙ্গে পেরে উঠছি না। পরে কোনো উপায় না পেয়ে আম্মার আল্ট্রাসনোগ্রাম ও আরও কিছু টেস্ট করানোর জন্য আবার ঢাকা মেডিকেল হাসপাতালেই ফিরে যেতে বাধ্য হই।’ দেরি হলেও এখানেই কম টাকায় পরীক্ষা করানো সম্ভব হয় বলেও জানান তিনি। সরকারি তালিকা অনুযায়ী এমআরআই ইনডিভিজুয়াল (পেইন) ৩ হাজার টাকা এবং কন্ট্রাস্ট ৪ হাজার টাকা। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানে একজন রোগীর কাছ থেকে নেওয়া হয় ৭ হাজার থেকে ৮ হাজার টাকা। সরকার নির্ধারিত চেস্ট এক্স-রে চার্জ ২০০ টাকা, এক্স-রে স্কাল ১৫০ টাকা। কিন্তু বেসরকারিতে এ চার্জ ৪৫০ থেকে ৫০০ টাকা। একই ধরনের ব্যবধান দেখা গেছে ক্লিনিক্যাল প্যাথলজির ক্ষেত্রে। টিসি, ডিসি, ইএসআর ও হিমোগ্লোবিন একত্রে সরকার নির্ধারিত চার্জ ১৫০ টাকা। এ ক্ষেত্রে রাজধানীর নামিদামি বেসরকারি হাসপতাল ও ডায়াগনস্টিক কেন্দ্রগুলো ৪৫০ থেকে ৫০০ টাকা করে নেয়। সরকারিভাবে এইচবিএসএজি চার্জ ১৫০ টাকা। এ পরীক্ষা করাতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকভেদে নেওয়া হয় ৬০০ থেকে ৮০০ টাকা করে। ব্লাড, ইউরিন ও স্টুল কালচারের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ২০০ টাকা। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নেয় ৬০০ থেকে ১৫০০ টাকা। এভাবে ২৩টি ক্যাটাগরিতে মোট ৪৭০টি আইটেমের নির্ধারিত চার্জের ৪-৫ গুণ পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর