বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

ডিজির পদত্যাগপত্র গ্রহণ, বিদায় আরেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। অন্যদিকে স্বাস্থ্য অধিদফতদরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে গতকাল তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি এ বিষয়ে সম্মতি দিলেই মহাপরিচালক হিসেবে ডা. আজাদের  দায়িত্বের অবসান ঘটবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদফতরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে ডা. আজাদ গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে ছিলেন ডা. আজাদ। সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে ওই পদে রেখেছিল সরকার। আগামী বছরের এপ্রিল পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। গত মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর স্বাস্থ্য অধিদফতরের একের পর এক কেলেঙ্কারির খবর প্রকাশ হতে থাকে। যা নিয়ে বিপাকে পড়তে হয় ডিজিকে। চিকিৎসকদের নিম্নমানের মাস্ক সরবরাহ থেকে শুরু করে রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর তোপের মুখে পড়েন ডিজি। রিজেন্ট হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তির জন্য স্বাস্থ্যসেবা বিভাগের আগের সচিবের দিকে অভিযোগের আঙুল তুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। যার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল। এ ছাড়া দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও দুই-তিন বছর থাকবে বলে এক বক্তব্যের জন্য মন্ত্রীদের তোপের মুখেও পড়েন ডা. আজাদ। এদিকে ডিজির পদত্যাগের এক দিন পর গতকাল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে। অনুমোদনহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে তার দিকে অভিযোগের আঙুল ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, পরিচালক আমিনুল হাসান গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তিবিষয়ক চিঠিতে লেখেন, ‘সচিব স্যারের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর