শিরোনাম
সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

মালয়েশিয়া উপকূলে ফের নৌকাডুবি, ২৪ রোহিঙ্গা নিখোঁজ

প্রতিদিন ডেস্ক

মালয়েশিয়া উপকূলে আবারও রোহিঙ্গা শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ রোহিঙ্গা নিখোঁজ ছিল। আশঙ্কা করা হচ্ছে, তাদের সবার সলিল সমাধি ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা নূর হোসেন নামে ২৭ বছরের এক যুবক সাঁতার কেটে লাঙ্গাকাই দ্বীপের তীরে পৌঁছালে তাকে সে দেশের পুলিশ আটক করেছে। সূত্র : বিবিসি, রয়টার্স।

এ প্রসঙ্গে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, একটি নৌকায় করে উত্তাল সমুদ্রপথে মালয়েশিয়া উপকূলে আসার চেষ্টা করছিল অন্তত ২৫-৩০ জন রোহিঙ্গা। একপর্যায়ে নৌকাটি সাগরে ডুবে যায়। তাদের কাছে কোনো বৈধ কাগজ না থাকায় বিপজ্জনক এলাকা দিয়ে নৌকায় আসায় এ দুর্ঘটনা ঘটে। তবে কারণ অনুসন্ধানে আটকৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীর দুটি এয়ারক্রাফট ও দুটি বোট নিয়ে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। তবে গতকাল পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ান কোস্টগার্ড। এক কর্মকর্তা জানিয়েছেন, বিকাল পর্যন্ত কোনো মরদেহ বা নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া কাউকেই পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেও বাংলাদেশ সমুদ্রসীমায় নৌকাডুবিতে প্রায় ১২ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়। নিজ  দেশে সেনাবাহিনীর অত্যাচার থেকে মুক্তি পেতে সাগরপথে বিদেশ যেতে তারা নৌকাডুবির শিকার হয়েছিলেন।

সর্বশেষ খবর