বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

তিন বন্ধু হাঁটতে বেরিয়ে দুই বন্ধুই চলে গেলেন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজার এলাকার সড়ক দিয়ে (আরাকান সড়ক) অন্য দিনের মতো গতকাল সকালেও প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন কলেজশিক্ষক শফিউল আলম (৫৫)। সঙ্গে তাঁর দুই বন্ধু মাহবুব মোর্শেদ আমিন (৫৬) ও বোরহান উদ্দিন (৫৫)। হাঁটতে হাঁটতে দেশের করোনা পরিস্থিতি ও শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে আলোচনা হচ্ছিল তাদের মধ্যে।

এমন সময় পেছন থেকে চাপা দেয় মাছবোঝাই একটি পিকআপ ভ্যান (মিনি ট্রাক)। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহবুব মোর্শেদ আমিন। গুরুতর অবস্থায় শফিউল আলম ও বোরহান উদ্দিনকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে শফিউল আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শফিউল আলম কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান এবং মাহবুব মোর্শেদ আমিন রামুর জোয়ারিয়ানালা বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। দুজনের বাড়ি জোয়ারিয়ানালার সিকদারপাড়ায়। হাসপাতালে চিকিৎসাধীন বোরহান উদ্দিন জোয়ারিয়ানালা এইচ এম সাঁচী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকাল ৬টার দিকে তিন বন্ধু সড়কে হাঁটতে নামেন। কিছুদূর হেঁটে তাঁরা জোয়ারিয়ানালা বাজারসংলগ্ন সেতুর উত্তর পাশে কালা মিয়া বাজার (আরাকান সড়কে) পৌঁছালে পেছন থেকে পিকআপ ভ্যানটি তাঁদের চাপা দেয়। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ বলেন, পিকআপটি মাছবোঝাই ছিল। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে এটি শিক্ষকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুব মোর্শেদ আমিন ও হাসপাতালে নেওয়ার পথে শফিউল আলমের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে রামু থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন বলেন, মাছবোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। পিকআপটি আটক করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। কলেজশিক্ষক শফিউল আলমসহ দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর