শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা
পল্লবী থানায় বিস্ফোরণ

তিন আসামি ১৪ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানার পৃথক দুই মামলায় তিন আসামিকে ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফারুকুজ্জামান মল্লিক আসামিদের আদালতে হাজির করে পল্লবী থানার অস্ত্র মামলায় ১০ দিন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ দিন করে মোট ২০ দিন জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই সেলিম হোসেন শুনানিতে বলেন, আসামিরা পেশাদার অপরাধী। তাদের নামে আরও মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে পাঠানো হোক। অপরদিকে আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অস্ত্র মামলায় ৭ দিন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৭ দিন করে প্রত্যেককে মোট ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। মামলা সূত্রে জানা গেছে, ওই তিনজনকে বুধবার ভোরে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। পল্লবী থানায় নেওয়ার পর তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজন যন্ত্রে লুকানো বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় চার পুলিশসহ পাঁচজন আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর