শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশকে রক্ষা করতে এখনই জাতীয় কমিটি জরুরি

মাহমুদ আজহার

বাংলাদেশকে রক্ষা করতে এখনই জাতীয় কমিটি জরুরি

সেলিমা রহমান

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশে করোনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আবার দেশের প্রায় অর্ধেক জেলায় বন্যা। সরকারের সাহায্য-সহযোগিতাও অপ্রতুল। এ মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে হলে বিরোধী রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ‘জাতীয় কমিটি’ গঠন করা জরুরি। সবাই একযোগে কাজ করতে পারলে জাতীয় এ দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। সাবেক বিএনপি সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান  বলেন, প্রাণঘাতী করোনা মোকাবিলায় সরকারকে বিএনপির পক্ষ থেকে অনেক পরামর্শ দেওয়া হয়। কিন্তু সরকার তা গ্রাহ্য করেনি। চার মাসে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন যে পরিস্থিতি, তাতে মানুষও আর ঘরে বসে থাকতে পারছে না। খেটে খাওয়া মানুষ বিশেষ করে শ্রমিক শ্রেণি, তারা তো জীবন-জীবিকার তাগিদে বের হবেই। তাদের আটকিয়ে রাখা যাবে না। এরই মধ্যে অনেকেই চাকরি হারিয়ে ঢাকা ছেড়ে গ্রামে ফিরে গেছেন। তাদের চরম দুরবস্থা। তিনি বলেন, সরকার যদি কার্যকর লকডাউন করতে পারত, তাহলে আজকের এ পরিস্থিতি সৃষ্টি হতো না। লাল, হলুদ বা সবুজ লকডাউনের কথা বলে সরকার তা বাস্তবে কার্যকর করতে পারেনি। এখন মানুষও সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। তারা জীবন বাঁচাতে, নিজের পরিবার বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে জীবিকার জন্য। সরকার যদি তিন মাস মানুষের মৌলিক চাহিদা পূরণ করে কার্যকর লকডাউন পালন করতে পারত তাহলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই থাকত। বিএনপি নেত্রী বলেন, এখন মানুষ হাসপাতালে আস্থা হারিয়ে ফেলেছে। সেখানে গেলেও মিলছে না চিকিৎসা। চিকিৎসার নামে নানা ধরনের ভোগান্তির বিষয় জেনে অনেকেই হাসপাতালবিমুখ। সেই আস্থা ফিরিয়ে আনতে সবার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে। দরিদ্র শ্রেণির মানুষকে সাহায্য করতে হবে। তবেই সরকারের প্রতি আস্থা ফিরে আসবে। এদিকে করোনাকালে আবার বন্যা শুরু হয়েছে। দেশের প্রায় অর্ধেক জেলা এখন বন্যাকবলিত। বন্যার্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। বন্যায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও বাড়ছে। কিন্তু সরকারের সাহায্য-সহযোগিতা খুবই অপ্রতুল। বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের এই সদস্য বলেন, এ দুই জাতীয় দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে সরকারকে সবার পরামর্শ গ্রহণ করতে হবে। এজন্য বিরোধী রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি ‘জাতীয় কমিটি’ গঠন করতে হবে। সবাইকে মিলে জাতীয় ঐক্য করতে হবে। সবাইকে নিয়ে একযোগে কাজ করতে পারলে জাতীয় এ দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। সরকার যে ত্রাণ দিচ্ছে, তা চুরি হয়ে যাচ্ছে। দলীয় নেতা-কর্মীদের পকেটে ঢুকলে চলবে না। এটা বন্ধ করতে হবে। এতেই দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। করোনা মোকাবিলায় সরকার যে টেকনিক্যাল কমিটি করেছে তা কার্যকর নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাল অবস্থা। সেখানেও কয়েকটি কমিটি হয়েছে। কোনোটাই কার্যকর নয়। স্বাস্থ্যমন্ত্রী নিজেও দায়িত্বে থেকে বলেছেন, টেকনিক্যাল কমিটি তাকে কিছু জানায় না। বিএনপির ভূমিকা প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি যথাসাধ্য চেষ্টা করছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে। এখন বিএনপিকে ত্রাণ দিতেও বাধা দেওয়া হচ্ছে। তার পরও বিএনপির নেতা-কর্মীরা যে যেখানে পারছেন সহযোগিতা করে যাচ্ছেন।

সর্বশেষ খবর