শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ আদর্শ প্রতিবেশী

-ভারতের মন্তব্য

নয়াদিল্লি প্রতিনিধি

‘বাংলাদেশ আদর্শ প্রতিবেশী দেশ হিসেবে বিশ্বে নজির সৃষ্টি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সাপ্তাহিক ব্রিফ্রিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সম্প্রতি দিল্লির ‘দ্য হিন্দু’ পত্রিকায় এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, ভারত সরকার ও ভারতীয় সমাজের দায়িত্ব রয়েছে এমন কিছু না করা, যাতে ভারত-বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কে চিড় ধরে।’ তিনি এই মন্তব্য করেছিলেন যখন তাকে জানানো হয় যে, আগামী পাঁচ আগস্ট রাম মন্দিরের নির্মাণের ভিতপাথর স্থাপন করা হবে। এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারত ও বাংলাদেশ একে অপরের উদ্বেগের বিষয়ে স্পর্শকাতর। সেটা বুঝেই উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে।’ সম্প্রতি ভারত সরকার বাংলাদেশকে যে ১০টি ডিজেল রেল ইঞ্জিন দিয়েছে, সেগুলো পুরনো। এই মর্মে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে (বাংলাদেশ প্রতিদিন নয়) সংবাদ বেরিয়েছে। সংবাদটি কতটুকু সত্য? জবাবে মুখপাত্র বলেন, ‘যে সংবাদপত্রের উল্লেখ করছেন, তারা আগেও ভারতের হাইকমিশনার নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করেছে। এবারেও অসৎ উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি এও বলেন, ‘বাংলাদেশ সরকারের চাহিদা মতো ভারতীয় রেল কর্তৃপক্ষের কাছে যা মজুদ রয়েছে তা বাংলাদেশ রেলের পক্ষে সুবিধাজনক হয় এমনই ইঞ্জিন সরবরাহ করা হয়েছে। পত্রিকাটির সমালোচনার কোনো ভিত্তি নেই।

সর্বশেষ খবর