বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে কক্সবাজারে তিনজনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ। এ সময় একটি দেশে তৈরি বন্দুক, একটি দেশে তৈরি এলজি, সাতটি তাজা কার্তুজ, ১৫টি গুলির খোসা ও ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া গর্জন বাগানের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে যশোরের কেশবপুরে কথিত বন্দুকযুদ্ধে মনিরুজ্জামান মনির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মনির মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  মুন্না আহমদ নামের ১২ মামলার আসামি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনা ঘটে। কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী থানার মধ্যম শিকলবাহ এলাকার মো. আবদুল আজিজের ছেলে মো. জাফর (৩৫), পটিয়া থানার পাইকপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. হাসান (৩৭) ও চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে জহির আহমদ (৪৫)। এদিকে যশোরের কেশবপুরে কথিত বন্দুকযুদ্ধে মনিরুজ্জামান মনির নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। মনির কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

অন্যদিকে সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুন্না আহমদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর