শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জি কে শামীমের বিরুদ্ধে সিআইডির চার্জশিট

মাহবুব মমতাজী

টেন্ডার মাফিয়া জি কে শামীমের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলার চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। টেন্ডার বাণিজ্য করে অপরাধলব্ধ অন্তত ৬ হাজার কোটি টাকা আয়ের তথ্য পেয়েছে তদন্ত-সংশ্লিষ্টরা। ভয়ভীতি দেখিয়ে পরস্পর যোগসাজশে টেন্ডারবাজিতে সহায়তা এবং বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে রয়্যালটি ফি নেওয়া ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় বাস টার্মিনাল, গরুর হাটবাজারে চাঁদাবাজি করে অবৈধভাবে আয় করা এসব টাকা বিদেশে পাচারের জন্য মজুদ করছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

গত ৫ আগস্ট আদালতে দাখিল করা চার্জশিটে জি কে শামীম ছাড়াও তার ৭ দেহরক্ষীকে অভিযুক্ত করা হয়েছে। এরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন এবং আমিনুল ইসলাম। চার্জশিটে তার টেন্ডার সম্পর্কে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত জি কে শামীমের প্রতিষ্ঠান মেসার্স জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লি. একক ও যৌথ নামে ১৫৪টি প্রকল্পের কাজ করে। এর মধ্যে ৬১টি প্রকল্প শেষ করে। ৯৩টি প্রকল্প চলমান রাখে। গণপূর্ত বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ পর্যালোচনায় জানা যায়, জি কে শামীমের কোম্পানি ৫ হাজার ৫৩১ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৯৩ টাকার কাজ শুরু করে। এর মধ্যে ৭৪৩ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৮৪৩ টাকার কাজ শেষ করেছে। আর ৪ হাজার ৮১০ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ২৬২ টাকার প্রকল্প চলমান রাখে।

সর্বশেষ খবর