শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বেকার ভাতা নিয়ে হুমকি, প্রয়োজনে নির্বাহী আদেশ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বেকার ভাতা নিয়ে হুমকি, প্রয়োজনে নির্বাহী আদেশ

করোনার কারণে বেকার হওয়া ৩ কোটি আমেরিকানের সাপ্তাহিক বেকার ভাতার পরিমাণ নিয়ে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা আজ শুক্রবারের মধ্যে ঐকমত্যে উপনীত হতে না পারলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একক ক্ষমতা প্রয়োগে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমকে বলেছেন, ‘করোনায় বেকাররা ভাতা না পেলে অর্থনীতি আরও নাজুক হবে। এমন কঠিন পরিস্থিতিতেও ডেমোক্র্যাটরা নমনীয় হচ্ছে না। তারা মানুষের দুর্দশাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। কিন্তু আমি সেটি হতে দেব না। শুক্রবারের মধ্যে সন্তোষজনক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে সাপ্তাহিক বেকার ভাতা পুনরায় চালুর জন্য আমার ক্ষমতাবলে আমি নির্বাহী আদেশ জারি করব ’ উল্লেখ্য, মধ্য মার্চে লকডাউনে যাওয়ায় বেকার আমেরিকানদের জন্য কংগ্রেসে ৩.২ ট্রিলিয়ন ডলারের একটি বিল (কেয়ারস অ্যাক্ট) পাসের পর সাপ্তাহিক ৬০০ ডলার করে প্রদানের একটি বিধি তৈরি হয়। সেটি গত ৩১ জুলাই পর্যন্ত বহাল ছিল। এরপর ১ আগস্ট থেকে পুনরায় ওই বিধি চালুর লক্ষ্যে ১৫ মে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ‘হিরোজ অ্যাক্ট’ নামে ৩.২ ট্রিলিয়ন ডলারের আরেকটি বিল পাস করেছে। কিন্তু রিপাবলিকানরা সাপ্তাহিক বেকার ভাতা কমিয়ে ২০০ ডলার করতে চাইছে। সে লক্ষ্যে দুই সপ্তাহ আগে তারা সিনেটে একটি বিল উত্থাপন করে। সেটি নিয়ে হোয়াইট হাউস এবং ডেমোক্র্যাটদের মধ্যে ১০ দিন ধরে লাগাতার বৈঠক চলছে। সর্বশেষ গত বুধবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডোজ এবং অর্থমন্ত্রী স্টিভেন মুনুচিনের সঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি (ডেমোক্র্যাট) এবং সিনেটে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শুমারের (ডেমোক্র্যাট) বৈঠক হয়। এর উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্তা জানান, রিপাবলিকানরা ২০০ ডলার থেকে ৪০০ ডলার করার পক্ষে অবস্থান নিয়েছে। তবে ডেমোক্র্যাটরা অনড় রয়েছে ৬০০ ডলারের ব্যাপারে। অবশ্য মাথাপিছু ১২০০ ডলারের চেক সরাসরি আমেরিকানদের প্রদানে উভয় পক্ষই সম্মত রয়েছে।

ডেমোক্র্যাটদের দাবি অনুযায়ী স্টেট, সিটি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালের বরাদ্দ বৃদ্ধি নিয়েও রিপাবলিকানরা ঐকমত্যে উপনীত হতে পারেননি। তবে জানা গেছে, উভয় পক্ষই এখন নমনীয়। ফলে শুক্রবারের মধ্যে সন্তোষজনক একটি সমঝোতা হবে এবং সোমবার কংগ্রেসে করোনা-রিলিফের দ্বিতীয় বিল উঠবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সর্বশেষ খবর