শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কোনো পরিস্থিতিতেই আদালত বন্ধ থাকা কাম্য নয়

আরাফাত মুন্না

কোনো পরিস্থিতিতেই আদালত বন্ধ থাকা কাম্য নয়

আনিসুল হক

কোনো পরিস্থিতিতেই আদালত বন্ধ থাকা কাম্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। করোনা পরিস্থিতির মধ্যে আদালতের নিয়মিত কার্যক্রম চালু করা প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে গতকাল তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পরিস্থিতির যত উন্নতি হবে বা আমরা পরিস্থিতির সঙ্গে যত খাপ খাওয়াতে পারব, ততই আমাদের অফিস-আদালত খুলে দিতে হবে।

তিনি বলেন, আদালত তো বন্ধ থাকতে পারে না। এক কথায় আদালত কখনো বন্ধ ছিলও না। আমাদের দেশে কভিড-১৯ এর প্রকোপ শুরু হওয়ার পর যখন সরকারি ছুটি ঘোষণা করা হলো তখনো কিন্তু সব আদালত বন্ধ হয়নি। ম্যাজিস্ট্রেট আদালত খোলা ছিল। একজন ম্যাজিস্ট্রেট আদালতে বসতেন এবং খুব জরুরি দৈনন্দিন কাজগুলো করতেন। এরপর আমরা দেখলাম অন্যান্য আদালতের কাজগুলোও করাটা জরুরি। এ জন্য বিশেষ পরিস্থিতি             বিবেচনায় প্রথমে ভার্চুয়াল কোর্ট অধ্যাদেশ এবং পরে আইনটা করা হলো। এর মাধ্যমে সীমিত পরিসরে হলেও সব আদালতই কিন্তু সচল রাখা হলো। আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাস ঠিক কতদিন থাকবে আমরা কেউ কিন্তু বলতে পারি না। এ জন্য আমি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করেছিলাম, এ পরিস্থিতিতে নিয়মিত আদালত খুলে দিলে কী পরিস্থিতি হয় তা দেখা যায় কিনা? এরপর কিন্তু আদালতের নিয়মিত কার্যক্রম শুরু করা হলো। মন্ত্রী আরও বলেন, আমরা আশা করব, আমাদের আইনজীবী ভাইয়েরা স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে আদালতের কার্যক্রমে বিচারকদের সহায়তা করবেন, সহযোগিতা করবেন। তাহলেই কোনো ঝামেলা ছাড়াই নিয়মিত আদালতের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর