শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে অভিযানে রুই-কাতলা বেরিয়ে আসতে পারে

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে অভিযানে রুই-কাতলা বেরিয়ে আসতে পারে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক ভিডিওবার্তায় বলেছেন, সরকারি-বেসরকারি হাসপাতালে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করতে হলে মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে, নির্দেশনা দেওয়া হয়েছে। এর পেছনে একাধিক উপাদান কাজ করতে পারে। চুনোপুঁটি  টানাটানি করলে রুই-কাতলা বেরিয়ে আসতে পারে। তিনি প্রশ্ন রেখেছেন, এই সরকারি ঘোষণা কার স্বার্থে? গতকাল টিআইবির ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশের পাশাপাশি গণমাধ্যমেও পাঠানো হয়েছে। ইফতেখারুজ্জামান বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনার আগে প্রতিটি ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে, এই যে নির্দেশনা এটি যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন এর পেছনে একাধিক উপাদান কাজ করে থাকতে পারে। যদি পূর্বানুমতি লাগবে বলে আমরা ধরেও নিই, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তো একটা নির্দেশনার মাধ্যমেই বলে দেওয়া যায় যে, কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে হবে এবং আইনের অপব্যবহার করা যাবে না। তা না করে প্রতিটি ক্ষেত্রে অনুমোদন লাগবে, এর অর্থ হচ্ছে- একদিক থেকে যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ছিলেন, তারা ভেবেছেন বা তাদের একাংশ মনে করেছেন চুনোপুঁটি টানাটানি করলে রুই-কাতলা বেরিয়ে আসতে পারে, যা তাদের একাংশের জন্য ঝুঁকিপূর্ণ। এখানে যোগসাজশের কারণে হোক বা প্রত্যক্ষ-পরোক্ষ যে কারণেই হোক, এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয় হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর