শিরোনাম
রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা
ইন্ডিয়া টুডের জরিপ

মোদিকে পছন্দ ৬৬ শতাংশ ভারতীয়র

কলকাতা প্রতিনিধি

মোদিকে পছন্দ ৬৬ শতাংশ ভারতীয়র

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকেই দেখতে চান দেশটির অধিকাংশ মানুষ। শতকরা ৬৬ শতাংশ মানুষের কাছে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ মোদি। ভারতের ইংরেজি গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটস’-এর যৌথ উদ্যোগে করা ‘মোড অব দ্য নেশন’ (এমওটিএন) জরিপে উঠে এসেছে এ তথ্য।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির চলতি মেয়াদ শেষে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও মোদিকেই দেখতে চান জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ মানুষ। এই তালিকায় মোদির তুলনায় অনেক পেছনে রয়েছেন সাবেক কংগ্রেস সভাপতি ও দলটির সংসদ সদস্য রাহুল গান্ধী। তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র ৮ শতাংশ মানুষ। মাত্র ৫ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতম ব্যক্তি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রী পদে আর যে যে রাজনৈতিক নেতাদের মানুষ দেখতে চান তারা হলেন- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (৪ শতাংশ), বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (৩ শতাংশ), আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (৩ শতাংশ), তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যনার্জি (২ শতাংশ), কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (২ শতাংশ), বিজেপি নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (১ শতাংশ), কেন্দ্রীয় জাহাজমন্ত্রী নীতিন গড়কড়ি (১ শতাংশ), শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (১ শতাংশ) এবং বহুজন সমাজ পার্টির (বসপা) নেত্রী মায়াবতী (১ শতাংশ)। ‘মোড অব দ্য নেশন’ জরিপটি করা হয়েছে চলতি বছরর ১৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে। গোটা দেশজুড়ে ১২,০২১ জন মানুষের মধ্যে এ জরিপ করা হয়েছিল। এর মধ্যে ৬৭ শতাংশ জরিপ করা হয় গ্রামীণ এলাকায় এবং ৩৩ শতাংশ জরিপ করা হয় শহরের মানুষের মধ্যে। অন্ধ্রপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা, দিল্লি, আসাম, গুজরাটসহ কয়েকটি রাজ্যের ৯৭টি লোকসভা কেন্দ্র ও ১৯৪টি বিধানসভার কেন্দ্রে বসবাসকারী মানুষের মধ্যে চালানো হয় এ জরিপ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর