রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন সবার জন্য নিশ্চিত করতে হবে

প্রতিদিন ডেস্ক

ভ্যাকসিন সবার জন্য নিশ্চিত করতে হবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস করোনা ভ্যাকসিন সবার জন্য নিশ্চিত করার আহ্বান জানিয়ে উল্লেখ করেছেন, ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী আচরণে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলো শুধু নিজেদের জন্য চিকিৎসা ব্যবস্থাটি সংরক্ষণ করলে দরিদ্র দেশগুলো সংক্রমণের মুখে থাকবে। এর ফলে ধনীরা যে নিরাপদে থাকবেন সে প্রত্যাশা করতে পারেন না। এমনটা হলে বিশ্ব সহজে এ মহামারীকে হারাতে পারবে না। একটি কার্যকর ভ্যাকসিন তৈরি হলে তা যেন সবাই পায়, সে ব্যবস্থা করতে হবে। রয়টার্স। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আয়োজিত আস্পেন সিকিউরিটি ফোরামের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে গেব্রেয়াসুস বলেন, মারাত্মক এই সংক্রামক রোগ বিশ্বের সবার জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। সবারই ভ্যাকসিন প্রয়োজন। ভ্যাকসিন জাতীয়তাবাদ ভালো বিষয় নয়, এটা আমাদের কোনো কাজেই আসবে না। দ্রুত বিশ্বকে এই ভাইরাস থেকে নিস্তার পেতে হলে সবাই মিলে একসঙ্গে সুরক্ষিত হতে হবে। কারণ এটা বিশ্বায়নের পৃথিবী; অর্থনীতিও আন্তঃসম্পর্কিত। নির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশ তো সুরক্ষার স্বর্গ হয়ে উঠতে পারে না। ডব্লিউএইচও মহাপরিচালক ভ্যাকসিন প্রকল্পে উন্নত দেশগুলোর অর্থ সহায়তা প্রসঙ্গে বলেন, তারা এসব দান তো আদতে অন্যদের জন্য করছে না; তারা এটা করছে তাদের নিজেদের জন্য। কারণ যখন বাকি পৃথিবী ভাইরাসটি থেকে সুরক্ষিত হবে এবং সব কার্যক্রম সচল হবে, তখন তো এর সুবিধাটা তারাও পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর