মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সিলেটে এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার অভিযোগ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রথমবারের মতো আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে গিয়ে নিজ নির্বাচনী এলাকা বিশ্বনাথে হামলার শিকার হয়েছেন পুলিশি প্রটোকলে থাকা সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খান। এতে এমপি ও সঙ্গে থাকা লোকজন অক্ষত থাকলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে সংঘটিত ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন এমপি মোকাব্বির খান।

সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রথমবারের মতো যোগ দিতে পুলিশ প্রটোকল নিয়ে উপজেলা বিআরডিবি হলরুমের দিকে যাচ্ছিলেন স্থানীয় এমপি মোকাব্বির খান। এ সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে পৌঁছলে তার গাড়িতে হামলা চালানো হয়। এতে এমপির বহনকারী গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। লোকজন এসে এমপিকে নিরাপদে সরিয়ে নেয়। এমপি মোকাব্বির খান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ ও শামীম আহমদের নেতৃত্বে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি।’ তবে এমন অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার খবর শুনে আমরা গিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেই।’ কথা বলতে অপর অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পংকি খান বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি।’ বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা জানান, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর