বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য খাত ঘিরে অস্থিরতা

-ডা. রশীদ ই মাহবুব

স্বাস্থ্য খাত ঘিরে অস্থিরতা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেছেন, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চিত্র ফুটে উঠেছে। দীর্ঘ দিনের অব্যবস্থাপনা চিকিৎসা সেবায় দৃশ্যমান। বিচার বিশ্লেষণ না করেই নেওয়া হচ্ছে সাংঘর্ষিক সিদ্ধান্ত। প্রকৃতপক্ষে স্বাস্থ্য খাত ঘিরে অস্থিরতা চলছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদটি চাকরি কাঠামোর এক নম্বর গ্রেডে রয়েছে আর অধ্যাপকের পদ তিন নম্বর গ্রেডে। অধ্যাপক থেকে সরাসরি মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়ায় প্রশাসনিক কিছু বিধিনিষেধ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদে স্বাস্থ্য মন্ত্রণালয় পদোন্নতি দিতে পারে না। ১৭ দিন পর কর্তৃপক্ষের এসব নিয়মকানুন মনে পড়েছে। এখন আবার পুনরায় প্রজ্ঞাপন দিয়ে পদের আগে ভারপ্রাপ্ত জুড়ে দেওয়া হচ্ছে। নিয়োগ দেওয়ার সময় তড়িঘড়ি করে কাজ করে এখন সিদ্ধান্তে পরিবর্তন আনছে। স্বাস্থ্য খাত ঘিরে একটা খামখেয়ালি আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ডা. রশীদ ই মাহবুব বলেন, করোনা ওয়ার্ডে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনের জন্য আবাসন সুবিধা, যাতায়াত সুবিধা বাদ দেওয়া হলো। দায়িত্ব পালন শেষে তারা তো গণপরিবহনেই ফিরবেন, তাতে আক্রান্ত হতে পারেন সেখানে যাতায়াতকারী অন্য যাত্রীরা। বাড়িতে কোয়ারেন্টাইন করলে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে পড়বেন পরিবারের সদস্যরা। বাড়িতে বয়স্ক, শিশু, শারীরিক বিভিন্ন জটিলতা রয়েছে এমন অসুস্থ মানুষও থাকতে পারেন। তাদের বিপদে ফেলে দেওয়া হলো এক সিদ্ধান্তে। পরিণতি না ভেবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায়। এভাবে কারও খামখেয়ালি আচরণে পুরো দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। দায়িত্ব নিলে দায়িত্বশীল আচরণ করতে হয়, এটা ভুলে গেছে দেশের স্বাস্থ্য খাতের দায়িত্বপ্রাপ্তরা।

সর্বশেষ খবর