বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাবেক ডিজিকে আজ জিজ্ঞাসাবাদ দুদকে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের পদত্যাগী মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, তাকে আলাদাভাবে দুই দিন কমিশনে তলব করে বৃহস্পতিবার পৃথক নোটিস পাঠানো হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আবুল কালাম আজাদকে আগামীকাল (আজ) কমিশনের জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া করোনার নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ১৩ আগস্ট কমিশনের কার্যালয়ে হাজির হতে হবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদফতরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ।

সর্বশেষ খবর