বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
মেজর সিনহা হত্যা

আরও তিনজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গতকাল সকালে টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার মো. আয়াজ, নিজাম উদ্দিন ও নুরুল আমিন। সূত্রে জানা গেছে, টেকনাফ আদালতে স্পেশাল কোর্ট বসিয়ে আটক তিনজনকে ১০ দিনের রিমান্ডে চাইবে র‌্যাব। সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় পুলিশের করা মামলার সাক্ষী হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গ্রেফতার তিনজন ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের এপিবিএন চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যাকান্ডের পর পুলিশের দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত সাক্ষী। বিভিন্ন সাক্ষাৎকারে তারা জানান, পুলিশের করা মামলায় তাদের সাক্ষী করা হলেও এ ব্যাপারে তারা কিছুই জানেন না। প্রসঙ্গত, ৩ জুলাই সিনহা রাশেদের সঙ্গে শিপ্রা, সিফাতসহ তিনজন কক্সবাজার যান ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে। ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। পরে ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় কক্সবাজার জেলা কারাগারে আছেন সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, পুলিশের সাময়িক বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর