বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রণব মুখার্জির অবস্থা এখনো সংকটজনক

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

প্রণব মুখার্জির অবস্থা এখনো সংকটজনক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা এখনো সংকটজনক।

ভারতীয় সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালের মেডিকেল বুলেটিনে এ কথা বলা হয়েছে। প্রণব মুখার্জি ৯ আগস্ট রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তার পর তাকে রাত ১২টায় দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার অবশ্যম্ভাবী হওয়ায়  নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। ভারতের রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার বলেই তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, ‘হাসপাতালে শ্রী মুখার্জিকে সংকটজনক অবস্থায় আনা হয়। পরীক্ষা করতেই তাঁর মস্তিষ্কে রক্তের বড় জমাট পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরে তিনি সংকটজনক অবস্থায় আছেন। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। প্রণব মুখার্জির ছেলে অভিজিত ও মেয়ে শর্মিষ্ঠা দুজনেই দিল্লিতে রয়েছেন। সাবেক রাষ্ট্রপতির দফতর থেকে বলা হয়েছে- অস্ত্রোপচারের পর সোমবারের চাইতে অপেক্ষাকৃত ভালো আছেন। প্রণব মুখার্জির অসুস্থতার সংবাদে ভারতজুড়ে উদ্বিগ্ন হওয়া নাগরিকরা তাঁর সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। ভারতের উপরাষ্ট্রপতি বেংকাইয়া নাইডু সাবেক রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠার সঙ্গে ফোনে কথা বলেন এবং পরে টুইট করে প্রণব বাবুর সুস্থতা কামনা করেন। ভারতের শাসক দল বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল টুইট করেন, ‘প্রণব দা, গোটা দেশ আজ আপনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছে। প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ২০১৯ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারত রত্ন’ খেতাবে সম্মানিত করা হয়। তিনি ১৯৯৭ সালে শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান পুরস্কার ও ২০১১ সালে শ্রেষ্ঠ প্রশাসক পুরস্কার অর্জন করেন।

সর্বশেষ খবর