বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা
পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল দুপুরে আখাউড়া পৌরসভার মসজিদপাড়ার বাসিন্দা হারুন মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলা নম্বর সিআর-৮৯/২০। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। অভিযুক্তরা হলেন- আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুতিউর রহমান ও হুমায়ুন, এএসআই খোরশেদ, কনস্টেবল প্রশান্ত ও সৈকত।

মামলাসূত্রে জানা যায়, আখাউড়া পৌর শহরের মসজিদপাড়ার বাসিন্দা হারুনের প্রতিবেশী চিকুনী বেগম ও তার দুই মেয়ে পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। হারুন চিকুনীর মাদক ব্যবসায় বাধা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের তার পেছনে লেলিয়ে দেন। এর ধারাবাহিকতায় গত ২৬ মে গভীর রাতে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য নাটকীয়ভাবে চিকুনী বেগমকে গ্রেফতার দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে হারুনের বাড়িতে ঢুকে তল্লাশির নামে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এ সময় ক্রসফায়ার ও হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ছাড়া তারা ঘরের আসবাবপত্র তছনছ করেন। ওইদিনই ভোর ৪টার দিকে পুলিশ সদস্যারা এসে হারুন ও তার স্ত্রীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন। নইলে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়ার ভয় দেখান। ওই সময় তারা প্রাণ রক্ষায় অভিযুক্ত পুলিশ সদস্যদের ৫০ হাজার টাকা দিয়ে রফা করেন। চলে যাওয়ার সময় বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে হারুনকে ক্রসফায়ার দেওয়া হবে বলে হুমকি দেন। মামলার বাদী হারুন মিয়া বলেন, অভিযুক্তরা আমাকে বিভিন্ন সময় ক্রসফায়রের ভয় দেখিয়ে ধাপে ধাপে টাকা নিয়েছেন। তাদের কারণে আজকে আমি বাড়িছাড়া। ন্যায়বিচারের আশায় আদালতে অভিযোগ দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর